Israel-Hamas Conflict

গাজ়ায় বিদ্যুৎ পাঠানোও বন্ধ করে দিল ইজ়রায়েল! যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বৃদ্ধির চাপ হামাস গোষ্ঠীকে

হামাসের সঙ্গে ইজ়রায়েলের যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত সপ্তাহেই। দ্বিতীয় দফায় চুক্তি নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি। প্রথম দফার যুদ্ধবিরতির মেয়াদ আরও বৃদ্ধি করতে চাইছে ইজ়রায়েল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ২২:১৭
Share:

যুদ্ধ পরিস্থিতির মাঝে ক্ষতিগ্রস্ত গাজ়া। —ফাইল চিত্র।

গাজ়ায় এ বার বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দিল ইজ়রায়েল! গত সপ্তাহেই প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির প্রথম দফার মেয়াদ শেষ হয়েছে ইজ়রায়েলের। ওই মেয়াদ আরও বৃদ্ধি করার জন্য হামাসকে চাপে রাখছে ইজ়রায়েল। প্রথম দফায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই গাজ়ায় প্রয়োজনীয় পণ্য বা ত্রাণ পাঠানো বন্ধ করার সিদ্ধান্ত নেয় বেঞ্জামিন নেতানিয়াহুর ইজ়রায়েল প্রশাসন। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, এ বার গাজ়ায় বিদ্যুৎ পাঠানোও বন্ধ করে দিয়েছে তারা।

Advertisement

ইজ়রায়েলের বিদ্যুৎ মন্ত্রক থেকে সে দেশের বিদ্যুৎ বণ্টন সংস্থা ইজ়রায়েল ইলেকট্রিক কর্পোরেশনকে চিঠি পাঠিয়ে বলা হয়েছে, গাজ়ায় বিদ্যুৎ পাঠানো বন্ধ করার জন্য। যদিও তা সম্পূর্ণ ভাবে বন্ধ করে দিচ্ছে কি না, তা এখনও স্পষ্ট নয়। এপি জানিয়েছে, গাজ়ায় বেশ কিছু জল পরিশ্রুতকরণ কেন্দ্রে রবিবারও জল পৌঁছেছে। গত ১৫ জানুয়ারি কাতার, আমেরিকা এবং মিশরের উদ্যোগে ইজ়রায়েল এবং হামাস সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়। গত ১৯ ফেব্রুয়ারি থেকে তা কার্যকর হয়। ইজ়রায়েল চাইছিল, এই যুদ্ধবিরতির মেয়াদ আরও বৃদ্ধি করতে। নেতানিয়াহুর প্রশাসন চাইছে প্রথম দফার যুদ্ধবিরতি যাতে ২০ এপ্রিল পর্যন্ত বর্ধিত হয়।

যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে এখনও কোনও পক্ষের মধ্যে আলোচনা হয়নি। যদিও যুদ্ধবিরতি চুক্তি অনুসারে হামাস এবং ইজ়রায়েল একে অপরের বন্দিদের মুক্তি দিতে শুরু করেছে। তবে নেতানিয়াহুর প্রশাসন চাইছে, হামাসের হাতে বন্দি থাকা ইজ়রায়েলিদের অন্তত অর্ধেককে দ্রুত মুক্তি দেওয়া হোক। সেই নিয়ে ক্রমশ হামাসের উপর চাপ বৃদ্ধি করছে তারা। প্রথমে ত্রাণ পাঠানো বন্ধ করা এবং এ বার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার নেপথ্যেও হামাসের উপর চাপ তৈরির কৌশল থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement