Israel Strike On Lebanon

সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে এ বার আর এক দেশে হামলা চালাল ইজ়রায়েলি সেনা, নিহত জঙ্গিনেতা?

লেবানন সরকারের তরফে সোমবার ইজ়রায়েলি হামলায় দু’জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। কিন্তু তাঁদের পরিচয় সম্পর্কে কিছু বলা হয়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ ২৩:০০
Share:

সংঘর্ষবিরতির মধ্যেই লেবাননে আবার হামলা চালাল ইজ়রায়েল। ছবি: সংগৃহীত।

সংঘর্ষবিরতির মধ্যেই লেবাননে আবার হামলা চালাল ইজ়রায়েল। দক্ষিণ লেবাননে ক্ষেপণাস্ত্র হানায় ইরানের মদতপুষ্ট সশস্ত্র সংগঠন হিজ়বুল্লার আরও এক শীর্ষনেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ।

Advertisement

লেবানন সরকারের তরফে সোমবার ইজ়রায়েলি হামলায় দু’জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। কিন্তু তাঁদের পরিচয় সম্পর্কে কিছু বলা হয়নি। প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজ়ায় ইজ়ারায়েলি হামলা শুরুর পরেই দক্ষিণ লেবাননে সক্রিয় শিয়া জঙ্গিগোষ্ঠী হিজ়বুল্লা তেল আভিভের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেছিল। তার পরে এক বছর ধরে দু’তরফের সংঘর্ষ চলে। শেষ পর্যন্ত গত নভেম্বরের তৃতীয় সপ্তাহে আমেরিকা এবং ফ্রান্সের মধ্যস্থতায় দুই পক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়। বলা হয়েছিল, যুদ্ধবিরতির সময়ে দুই দেশ থেকে সাধারণ মানুষ নিরাপদে ঘরে ফিরতে পারবেন।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, লেবানন সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে ৬০ দিন পর্যন্ত সময় নিতে পারবে ইজ়রায়েল। তবে কোনও পক্ষই একে অপরের বিরুদ্ধে নতুন করে আক্রমণ শানাতে পারবে না। কিন্তু তা লঙ্ঘন করে নেতানিয়াহুর বাহিনী ধারাবাহিক হামলা চালাচ্ছে বলে গত সপ্তাহে অভিযোগ করেছিল রাষ্ট্রপুঞ্জ। জানিয়েছিল, সংঘর্ষবিরতি চুক্তির পরেও ইজ়রায়েলি হামলায় লেবাননে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। লেবানন সরকারের অভিযোগ, দক্ষিণাঞ্চলের তাদের ভূখণ্ডের পাঁচটি সামরিক কৌশলগত অবস্থান এখনও দখলে রেখেছে ইজ়রায়েলি সেনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement