Zohran Mamdani

কোরান ছুঁয়ে শপথ নিয়েই ইজ়রায়েলের বিরুদ্ধে পদক্ষেপ মামদানির! নেতানিয়াহু সরকার বলল, ‘ইহুদি বিদ্বেষে উস্কানি’

ইজ়রায়েলের বিদেশ দফতরের এক্স পোস্টে লেখা হয়েছে, ‘‘নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়রের আসল চেহারা সামনে এসেছে। এটি ইহুদি–বিদ্বেষ উস্কে দেওয়ার জন্য খোলা আগুনে পেট্রল ঢালার শামিল।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১৬:৩৮
Share:

(বাঁ দিকে) জ়োহরান মামদানি। বেঞ্জামিন নেতানিয়াহু (ডান দিকে)। —ফাইল চিত্র।

কোরান ছুঁয়ে নিউ ইয়র্কের মেয়দ পদে শপথ নেওয়ার পরেই ইজ়রায়েলের বিরুদ্ধে পদক্ষেপ করলেন জ়োহরান মামদানি। শুক্রবার মেয়র পদের বিশেষ অধিকার প্রয়োগ করে ইজ়রায়েলপন্থী বেশ কিছু নির্বাহী আদেশ বাতিল করলেন তিনি। নিউ ইয়র্কের মেয়র পদে মামদানির পূর্বসূরি এরিক অ্যাডামস ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে ওই নির্বাহী আদেশগুলি জারি করেছিলেন।

Advertisement

মামদানির ওই পদক্ষেপের জেরে শনিবার তেল আভিভ কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিদেশ দফতর সমাজমাধ্যমে লিখেছে, ‘‘নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়রের আসল চেহারা সামনে এসেছে। এটি ইহুদি–বিদ্বেষ উস্কে দেওয়ার জন্য খোলা আগুনে পেট্রল ঢালার শামিল।’’ এক ধাপ এগিয়ে নেতানিয়াহু সরকারের প্রবাসী ইজ়রায়েলি বিষয়ক মন্ত্রী অমিচাই চিকলি বলেন, ‘‘নিউ ইয়র্কের নতুন মেয়র হামাসের প্রতি সহানুভূতিশীল।’’ অন্য দিকে, প্যালেস্টাইনপন্থীরা মামদানির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

কী রয়েছে মামদানির বাতিল করা নির্বাহী আদেশগুলিতে? প্রথমটিতে ইজ়রায়েলেকে বয়কটের ডাক দেওয়া ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলির সঙ্গে কোনও রকম সংস্রব না রাখার কথা বলা হয়েছিল। জানানো হয়েছিল, ইজ়রায়েল রাষ্ট্র, ইজ়রায়েলের নাগরিক বা মার্কিন মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি বৈষম্যমূলক হতে পারে এমন কোনও আচরণ করা চলবে না। অন্য একটি নির্বাহী আদেশে ‘ইন্টারন্যাশনাল হলোকাস্ট রিমেমব্রেন্স অ্যালায়্যান্স’ (আইএইচআরএ)-এর সুপারিশ মেনে ‘ইহুদি বিদ্বেষ’ সংক্রান্ত একটি বিতর্কিত সংজ্ঞা গ্রহণ করা হয়েছিল। প্যালেস্টাইনপন্থীদের অভিযোগ, ওই সংজ্ঞাটি ব্যবহার করে ইজ়রায়েলের আগ্রাসী নীতি এমনকি, গাজ়ায় সামরিক আগ্রাসনের সমালোচনাকেও ‘ইহুদি–বিদ্বেষ’ তকমা দিয়ে কণ্ঠরোধ করা হত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement