Zohran Mamdani Tie

নিউইয়র্কের মেয়রের শপথে রইল ভারতও! পোশাকে কোন রাজ্যের সংস্কৃতিকে ছুঁয়ে থাকলেন মামদানি?

নতুন বছরের প্রথম দিনেই নিউ ইয়র্কের মেয়র হিসাবে শপথ নেওয়ার কথা ছিল। সেই অনুষ্ঠান খুব ছোট্ট করেই সেরেছেন জ়োহরান মামদানি। তবে অনুষ্ঠান যত ছোটই হোক, তা নিয়ে আলোচনা থামতে চাইছে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ১৯:৪৯
Share:

নিউ ইয়র্কের নতুন মেয়রের পোশাকে রইল ভারত! ছবি : সংগৃহীত।

নিউ ইয়র্কের মেয়র হিসাবে শপথ নিলেন জ়োহরান মামদানি আর সেই শপথের অনুষ্ঠানে ভীষণ ভাবে হাজির থাকল ভারতও। শুধু দিল্লির ছাত্রনেতা উমর খালিদের প্রতি সহানুভূতি নয়, শপথ নেওয়ার পোশাকেও ভারতীয় সংস্কৃতিকে ছুঁয়ে থাকলেন মীরা নায়ার এবং মেহমুদ মামদানির পুত্র জ়োহরান।

Advertisement

নতুন বছরের প্রথম দিনেই নিউ ইয়র্কের মেয়র হিসাবে শপথ নেওয়ার কথা ছিল। সেই অনুষ্ঠান খুব ছোট্ট করেই সেরেছেন মামদানি। তবে অনুষ্ঠান যত ছোটই হোক, তা নিয়ে আলোচনা থামতে চাইছে না। তার প্রথম কারণ, শপথ নেওয়ার জায়গাটি। ম্যানহাটনের সিটি হলের কাছে একটি বন্ধ হয়ে যাওয়া পাতাল রেলের স্টেশন বা সাবওয়ে স্টেশনে আয়োজন করা হয়েছিল ওই অনুষ্ঠান। দ্বিতীয়ত, ওই অনুষ্ঠানে কোনও বড় তারকা অতিথি বা রাজনীতিবিদও হাজির ছিলেন না। শুধু বাবা-মা মীরা এবং মেহমুদ, কিছু নিকটজন এবং সাংবাদিকদের একটি দলকে ডেকেছিলেন মামদানি। তাঁদের সামনেই আমেরিকার মাটির নীচে দাঁড়িয়ে সে দেশের সবচেয়ে বড় শহরের মেয়র হিসাবে তিনি শপথ নিলেন কোরান স্পর্শ করে। সেই অনুষ্ঠানে নজর কাড়ল তাঁর পোশাকও।

নিউ ইয়র্কের সাবওয়ে স্টেশন শপথ গ্রহণ করছেন জ়োহরান মামদানি। পাশে কোরান হাতে স্ত্রী রমা দুয়াজি। ছবি: সংগৃহীত।

একটি ফিটেড কালো ক্লাসিক স্যুট পরেছিলেন মামদানি। সেটির দাম অবশ্য খুব কম নয়। যে সংস্থার পোশাক, তাদের তৈরি স্যুটের সবচেয়ে কম দাম ৫৯৯ ডলার। যার মূল্য ভারতীয় মুদ্রায় ৫০ হাজার টাকারও বেশি। তবে মামদানির শপথ গ্রহণের পোশাকের মূল আকর্ষণ ছিল তাঁর রেশমের টাই। যেটি ভারতের একটি রাজ্যের ঐতিহ্যবাহী হাতে বোনা কাপড়ে তৈরি।

Advertisement

কালো রঙের হাতে বোনা রেশমের ওই টাইয়ে রয়েছে রূপোলি সুতোর একটি চৌখুপি ফুলেল মোটিফ। যা তৈরি করা হয় উত্তর-পূর্ব ভারতের অসমে। মামদানির জন্য ওই টাই পাঠিয়েছেন দিল্লির এক তরুণ পোশাকশিল্পী কার্তিক কামরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement