Israel-Hamas Conflict

ইরানের সঙ্গে যুদ্ধের মাঝেই গাজ়ায় হামলা ইজ়রায়েলের! খাবারের লাইনে দাঁড়ানো অন্তত ২০ জনের মৃত্যু

রাষ্ট্রপুঞ্জের অভিযোগ, আমেরিকা এবং ইজ়রায়েল সাহায্যের নামে জিএইচএফ-এর বিতরণ কেন্দ্রে মৃত্যুর ফাঁদ পাতছে। গত ২৭ মে থেকে এখনও পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে গাজ়ায় ৪০০ জনের বেশি মানুষের মৃত্য হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ১৬:০৮
Share:

গাজ়ায় ইজ়রায়েলি হামলায় মৃত্যু। ছবি: পিটিআই।

ইরানের সঙ্গে সংঘাতের মধ্যেই গাজ়ায় হামলা অব্যাহত রেখেছে ইজ়রায়েল। গাজ়ায় খাবারের লাইনে দাঁড়ানো অভুক্ত মানুষদের উপরও বোমাবর্ষণ করেছে ইজ়রায়েলি সেনা। মঙ্গলবার ভোর থেকে (ভারতীয় সময়) পর পর ইজ়রায়েলি হামলায় কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে খাবার বা ত্রাণ নিতে গিয়েই প্রাণ হারিয়েছেন ২০ জনের বেশি! ইজ়রায়েলি এই হামলার নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জ। তবে প্রায় প্রতি দিনই ইজ়রায়েলি হানায় অভুক্ত প্যালেস্টাইনিদের মৃত্যুর সংখ্যা বাড়ছে।

Advertisement

গাজ়ায় ত্রাণ বণ্টন করছে আমেরিকা এবং ইজ়রায়েল-সমর্থিত ‘গাজ়া হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ)। তবে তাঁদের ত্রাণ বণ্টন নিয়ে প্রশ্ন রয়েছে প্রথম থেকেই। জিএইচএফ পরিচালিত বিতরণ কেন্দ্রগুলিতে বার বারই বিশৃঙ্খলতার অভিযোগ উঠেছে। পরিবারের জন্য ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারানো প্যালেস্টাইনিদের সংখ্যা নেহাত কম নয়। অভিযোগ, ভিড় নিয়ন্ত্রণের নামে গুলি চালিয়েছে ইজ়রায়েল সেনা। সেই গুলিতেও মৃত্যু হয়েছে অনেকের।

রাষ্ট্রপুঞ্জের অভিযোগ, আমেরিকা এবং ইজ়রায়েল সাহায্যের নামে জিএইচএফ-এর বিতরণ কেন্দ্রে মৃত্যুর ফাঁদ পাতছে। গত ২৭ মে থেকে জিএইচএফ গাজ়ায় ত্রাণশিবির শুরু করেছে। তার পর থেকেই বার বার প্রশ্নের মুখে পড়েছে, তাঁদের ব্যবস্থাপনা। সংবাদমাধ্যম ‘আল জাজ়িরা’ গাজ়ার স্বাস্থ্য প্রশাসনকে উদ্ধৃত করে জানিয়েছে, ২৭ মে থেকে এখনও পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে গাজ়ায় ৪০০ জনের বেশি মানুষের মৃত্য হয়েছে। আহতের সংখ্যা প্রায় হাজার। মূলত গাজ়ার রাফায় জিএইচএফ-এর ত্রাণশিবিরে ইজ়রায়েলি সেনার হামলার খবর মিলেছে।

Advertisement

ইজ়রায়েলের ‘অবরোধের’ কারণে গাজ়ায় ত্রাণ এবং মানবিক সাহায্য প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। তবে বিশ্বের বিভিন্ন দেশের আপত্তিতে ইজ়রায়েল সুর নরম করে। গাজ়ায় ত্রাণ বা মানবিক সাহায্য প্রবেশ শিথিল করে ইজ়রায়েল সরকার। কিন্তু এখন যে পরিমাণ ত্রাণ যাচ্ছে, গাজ়াবাসীর জন্য তা যথেষ্ট নয়। গাজ়ায় খাদ্য সঙ্কট চরমে। প্রতি দিন দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে গাজ়াবাসীকে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। সেই সব জিনিস কেনার জন্য পকেটের জোর নেই বেশিরভাগ গাজ়াবাসীরই। রোজগারপাতির সুযোগ নেই বললেই চলে। এই অবস্থায় খাবার জোগাড় করতে ত্রাণশিবিরই ভরসা অনেকের কাছে।

গাজ়ায় হামলা চালানোর বিষয়ে ইরানের সঙ্গে ইজ়রায়েলের সংঘাত নতুন নয়। তবে গত কয়েক দিনে দুই দেশের মধ্যে সংঘাত চরমে উঠেছে। গত ১২ দিন ধরে যুদ্ধ চলছে দুই দেশের মধ্যে। সেই যুদ্ধে সরাসরি যোগ দিয়েছে আমেরিকাও। মঙ্গলবারও ইরান এবং ইজ়রায়েলের মধ্যে হামলা, পাল্টা হামলা চলছে। এই পরিস্থিতির মধ্যে গাজ়াতেও হামলা চালাচ্ছে ইজ়রায়েল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement