Israel-Palestine Conflict

আরও এক প্যালেস্টাইনি ভূখণ্ড কি এ দখল করবে ইজ়রায়েলি সেনা? প্রস্তাব পাশ হয়ে গেল পার্লামেন্টে

১২০ সদস্যের নেসেটে কট্টর দক্ষিণপন্থী নোয়াম পার্টির নেতা আভি মাওজের আনা বিলটির পক্ষে ২৫ জন ভোট দিয়েছেন। বিপক্ষে ২৪ জন। অন্য সদস্যেরা ভোটাভুটিতে অংশ না নেওয়ায় বিলটি পাশ হয়ে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ০০:১৮
Share:

ওয়েস্ট ব্যাঙ্কে ইজ়রায়েলি সেনার অভিযান। —ফাইল চিত্র।

গাজ়ায় যুদ্ধবিরতি চলাকালীন এ বার পশ্চিম এশিয়ার আর এক প্যালেস্টাইনি ভূখণ্ড, ওয়েস্ট ব্যাঙ্ক দখলে তৎপর হল ইজ়রায়েল! বুধবার ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপস্থিতিতে সে দেশের পার্লামেন্ট নেসেটে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাশ করেছে। তাতে অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্ককে ইজ়রায়েলের সঙ্গে সংযুক্ত করার কথা বলা হয়েছে।

Advertisement

১২০ সদস্যের নেসেটে কট্টর দক্ষিণপন্থী নোয়াম পার্টির নেতা আভি মাওজের আনা বিলটির পক্ষে ২৫ জন ভোট দিয়েছেন। বিপক্ষে ২৪ জন। অন্য সদস্যেরা ভোটাভুটিতে অংশ না নেওয়ায় বিলটি পাশ হয়ে যায়। এতে জুডিয়া এবং সামারিয়া-সহ গোটা ওয়েস্ট ব্যাঙ্কে ‘ইজ়রায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব’ কায়েম করার প্রস্তাব রয়েছে। ওই প্রস্তাবে কার্যত নস্যাৎ করে দেওয়া হয়েছে স্বাধীন ও সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্রের দাবি। এর ফলে আগামী দিনে ওয়েস্ট ব্যাঙ্কেও সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

প্যালেস্টাইনি জনতা বৃহত্তম আবাসভূমি ওয়েস্ট ব্যাঙ্কের পূর্বাংশে ১০ হাজার বর্গকিলোমিটারের জর্ডন উপত্যকা ১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে নিয়ন্ত্রণে রেখেছে ইজ়রায়েলি সেনা। প্যালেস্টাইনি স্বাধীনতা আন্দোলনের কিংবদন্তি নেতা, প্রয়াত ইয়াসের আরাফতের গড়া সংগঠন ‘ফাতা’-র নেতৃত্বধীন জোট ‘প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও)-এর নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাঙ্ক ভূখণ্ডের বাকি অংশ। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত স্বশাসিত প্যালেস্তাইন কর্তৃপক্ষ সেখানকার প্রশাসন পরিচালনা করেন। আদর্শগত ভাবে ‘গণতান্ত্রিক চেতনা’য় আস্থাশীল পিএলও। তারা কট্টরপন্থী প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরোধী। একদা গাজ়ার নিয়ন্ত্রণও আরাফত অনুগামীদের হাতে ছিল। কিন্তু ২০০৭ সালে ‘গৃহযুদ্ধে’ পিএলও-কে পরাস্ত করে গাজ়ার দখল নিয়েছিল হামাস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement