International

ভারতীয়দের ওপর রাগে ফুঁসছেন মার্কিন তথ্যপ্রযুক্তি কর্মীরা!

ভারতীয় প্রফেশনালদের ওপর রাগে ফুঁসছেন ডিজনিল্যান্ড থেকে সদ্য চাকরি খোয়ানো মার্কিন তথ্য-প্রযুক্তি কর্মীরা। তাঁদের অভিযোগ, ভারতীয় তথ্য-প্রযুক্তি কর্মীরাই তাঁদের চাকরি থেকে ‘ভিটেছাড়া’ করছেন। ভারতীয়দের জন্যই চাকরি খোয়াচ্ছেন মার্কিন তথ্য-প্রযুক্তি কর্মীরা। চাকরি থেকে বরখাস্ত করে তাঁদের জায়গায় বেছে বেছে ভারতীয়দের নিয়ে আসছেন ডিজনিল্যান্ড কর্তৃপক্ষ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৬ ১৮:১৯
Share:

সেই ডিজনিল্যান্ড।

ভারতীয় প্রফেশনালদের ওপর রাগে ফুঁসছেন ডিজনিল্যান্ড থেকে সদ্য চাকরি খোয়ানো মার্কিন তথ্য-প্রযুক্তি কর্মীরা। তাঁদের অভিযোগ, ভারতীয় তথ্য-প্রযুক্তি কর্মীরাই তাঁদের চাকরি থেকে ‘ভিটেছাড়া’ করছেন। ভারতীয়দের জন্যই চাকরি খোয়াচ্ছেন মার্কিন তথ্য-প্রযুক্তি কর্মীরা। চাকরি থেকে বরখাস্ত করে তাঁদের জায়গায় বেছে বেছে ভারতীয়দের নিয়ে আসছেন ডিজনিল্যান্ড কর্তৃপক্ষ। ওই ভারতীয় কর্মীদের হয় ভারত থেকে নিয়ে আসা হচ্ছে সরাসরি। না হলে যে সব ভারতীয় ‘এইচ-ওয়ানবি’ ভিসা নিয়ে এখন রয়েছেন মার্কিন মুলুকে, তাঁদের দিয়েই মার্কিন তথ্য-প্রযুক্তি কর্মীদের শূন্য জায়গাগুলি ভরাট করা হচ্ছে। আর সেই ভারতীয় কর্মীদের দেওয়া হচ্ছে বিশেষ সুযোগ-সুবিধা। এটা ২০১৪ সাল থেকেই চলছে ডিজনিল্যান্ডে। যার ফলে কাজ খুইয়েছেন ৩০ জন মার্কিন তথ্য-প্রযুক্তি কর্মী।

Advertisement

আরও পড়ুন- বিশ্ব জুড়ে সামরিক খাতে বিপুল বাড়ছে বরাদ্দ, ভারত উঠে এল চতুর্থ স্থানে

আর সেই বরখাস্ত কর্মীরা সোমবার অরল্যান্ডো ফেডেরাল কোর্টে মামলা ঠুকে দিয়েছেন ডিজনিল্যান্ড কর্তৃপক্ষের বিরুদ্ধে। আদালতে তাঁরা এও জানিয়েছেন, তাঁদের জায়গায় যে ভারতীয় কর্মীদের আনা হচ্ছে ডিজনিল্যান্ডে, তাদের প্রশিক্ষণের কাজটাও করিয়ে নেওয়া হচ্ছে মাথার ওপর বরখাস্তের খাঁড়া ঝোলা মার্কিন তথ্য-প্রযুক্তি কর্মীদের দিয়ে। এটা তাঁদের কাছে আরও অপমানজনক হয়ে উঠছে। এর আগেও ডিজনিল্যান্ড থেকে বরখাস্ত হওয়া কর্মীরা একই রকমের মামলা ঠুকেছিলেন কর্তৃপক্ষের বিরুদ্ধে। কিন্তু সে বার আদালতের রায় গিয়েছিল ডিজনিল্যান্ড কর্তৃপক্ষের পক্ষেই। কিন্তু এ বার ভোট প্রচারে বার বারই ‘এইচ-ওয়ানবি’ ভিসা বাতিলের কথা বলেছিলেন ভাবী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

তাই, জল এ বার কোন দিকে গড়ায়, তা দেখার জন্য উৎসাহ সকলেরই!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন