ইভাঙ্কার চুক্তি নিয়েও তদন্ত

জামাই জ্যারেড কুশনারের পরে এ বার এফবিআই-এর নজরে প্রেসিডেন্টের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। কানাডার ভ্যাঙ্কুভারে ট্রাম্প টাওয়ার এবং ইন্টারন্যাশনাল হোটেলে ইভাঙ্কা চিন-সহ বেশ কয়েকটি বিদেশি কোম্পানির সঙ্গে লেনদেন করেছেন বলে খবর।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৮ ০৩:১১
Share:

জামাই জ্যারেড কুশনারের পরে এ বার এফবিআই-এর নজরে প্রেসিডেন্টের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। কানাডার ভ্যাঙ্কুভারে ট্রাম্প টাওয়ার এবং ইন্টারন্যাশনাল হোটেলে ইভাঙ্কা চিন-সহ বেশ কয়েকটি বিদেশি কোম্পানির সঙ্গে লেনদেন করেছেন বলে খবর।

Advertisement

৩৬ কোটি ডলারের ওই প্রজেক্টে সব চুক্তি নিয়ম মেনে হয়েছে, নাকি প্রেসিডেন্টের প্রভাব খাটিয়ে— তা নিয়েই তদন্ত শুরু করেছে এফবিআই। ইভাঙ্কা প্রেসি়ডেন্টের শীর্ষ উপদেষ্টা। তাই তাঁকে উচ্চ পর্যায়ের নিরাপত্তা ছাড়পত্র দিতে তাঁর অতীত কার্যকলাপের তদন্ত করছে এফবিআই।

ট্রাম্প হোয়াইট হাউসে আসার পরপরই, ২০১৭-র ফেব্রুয়ারিতে ভ্যাঙ্কুভারের ওই স্পা-হোটেলটির উদ্বোধন হয়। ইভাঙ্কার চুক্তি নিয়ে তাই সন্দেহ বাড়ছে তদন্তকারীদের। ইভাঙ্কা ও তাঁর স্বামী জ্যারেডের এই ব্যবসায় বিপুল টাকা ঢেলেছে কানাডার একটি নির্মাণ সংস্থা। এই হোটেলটির আগ্রহী ক্রেতা হিসেবে কয়েকটি চিনা সংস্থার নামও উঠে এসেছে বলে দাবি গোয়েন্দাদের। এফবিআই সূত্রে খবর, এই চুক্তি সইয়ে বড় ভূমিকা নিয়েছিলেন ইভাঙ্কা।

Advertisement

কিন্তু ইভাঙ্কা শিবিরের দাবি, ২০১৭-র জানুয়ারিতেই ট্রাম্প অর্গানাইজেশন থেকে ইস্তফা দেন মার্কিন ‘ফার্স্ট ডটার’। আর মার্চে আসেন হোয়াইট হাউসে। তাই পারিবারিক ব্যবসায় তাঁর প্রভাব খাটানোর কথা একেবারেই ভিত্তিহীন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন