International News

মুক্তি পাচ্ছেন সকন্যা নওয়াজ শরিফ, নির্দেশ পাক আদালতের

ইসলামাবাদ হাইকোর্ট বুধবার তিন জনেরই মুক্তির নির্দেশ দিয়েছে। ব্রিটেনের অ্যাভেনফিল্ডে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মালিকানার দায়ে ১০ বছরের জেল হয়েছিল নওয়াজের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৪৫
Share:

কন্যা মরিয়মের সঙ্গে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। - ছবি সংগৃহীত।

আর জেলে থাকতে হবে না পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, তাঁর কন্যা মরিয়ম ও জামাই সফদর আওয়ানকে।

Advertisement

ইসলামাবাদ হাইকোর্ট বুধবার তিন জনেরই মুক্তির নির্দেশ দিয়েছে। ব্রিটেনের অ্যাভেনফিল্ডে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মালিকানার দায়ে ১০ বছরের জেল হয়েছিল নওয়াজের। সাত বছরের কারাদণ্ড হয়েছিল তাঁর কন্যা মরিয়ম আর তাঁর স্বামী সফদরের জেল হয়েছিল ১ বছরের জন্য। দিনকয়েক আগে লন্ডনের হাসপাতালে মৃত্যু হয় শরিফের স্ত্রীর।

ইসলামাবাদ হাইকোর্টের দুই বিচারপতিকে নিয়ে গড়া একটি বেঞ্চ এ দিন নির্দেশ দিতে গিয়ে বলেছে, ‘‘এনএবি (ন্যাব) তদন্তে এখনও পর্যন্ত এমন কোনও তথ্যপ্রমাণ পায়নি যাতে প্রমাণিত হয়, অ্যাভেনফিল্ডের আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মালিক নওয়াজ, মরিয়ম ও সফদর।’’

Advertisement

আরও পড়ুন- জেলবন্দি নওয়াজের স্ত্রী প্রয়াত লন্ডনে​

আরও পড়ুন- জেলে সুবিধে চান না মরিয়ম, ধন্দ নওয়াজ়কে নিয়ে​

গত ১৩ জুলাই পাকিস্তানের সময় রাত ৮টা ৪৫ মিনিটে নওয়াজ ও তাঁর কন্যা মরিয়মকে নিয়ে লাহৌরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান নামার কিছু ক্ষণের মধ্যেই নওয়াজ ও তাঁর কন্যাকে গ্রেফতার করা হয়। ছোট বিমান বা হেলিকপ্টারে চাপিয়ে সকন্যা নওয়াজকে নিয়ে যাওয়া হয় ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে তাঁদের বিমানে চাপিয়ে নিয়ে যাওয়া হয় আদিয়ালায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement