Viral Video

তরবারি নিয়ে ডাকাতদের হাত থেকে দোকান রক্ষা করলেন কর্মচারিরা

তরবারি দিয়ে বন্দুকধারী জাকাতদের রুখলেন দোকানের কর্মীরা

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৮ ১৪:৩০
Share:

এভাবেই তরবারি দিয়ে লড়াই চালাচ্ছিলেন দোকানের কর্মীরা। ছবি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত।

আপনার বাড়ি বা দোকানে যদি ডাকাত পড়ে তাহলে প্রথমেই আপনার মাথায় কী আসবে? হয় আপনি পুলিশে ফোন করবেন বা প্রাণ বাঁচাতে দৌড়ে পালাবেন। খুব সাহসী না হলে ডাকাতের মোকাবিলা করার কথা কী আপনার মনে আসবে? সম্প্রতি এ রকমই সাহসিকতার পরিচয় দিলেন কানাডার এক গয়নার দোকানের কর্মচারিরা।

Advertisement

সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে জানলার কাঁচ ভেঙে গয়নার দোকানে ঢোকার চেষ্টা করছে মুখোশধারী ডাকাতদের একটি দল। ডাকাতদের প্রতিহত করতে তরবারি নিয়ে সেই জানলার সামনে চলে এল দোকানের তিন কর্মচারি। তাদের বাধায় শেষমেশ আর দোকানে ঢুকতে পারল না ডাকাত দল। দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনাটি।

Advertisement

গত বুধবার ঘটনাটি ঘটেছে কানাডার মিসিসাউগা শহরের অশোক জুয়েলার্সে। দোকানের কর্মচারীদের এই প্রকার সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছে গোটা বিশ্ব।

আরও পড়ুন: গান গেয়ে মন জয় করলেন রোবট সোফিয়া। দেখুন কী গান গাইলেন তিনি...

প্রাণের ঝুঁকি নিয়ে মালিকের সম্পত্তি রক্ষা করা কর্মচারিদের একজন জানিয়েছেন, ‘‘যখনই আামরা দেখলাম ডাকাতরা ঢোকার চেষ্টা করছে, তখনই তাদের বাধা দিয়েছিলাম। ওদের হাতে বন্দুক ছিল। কিন্তু আমাদের লক্ষ্য ছিল ওদের দোকানের ভেতর ঢুকতে না দেওয়া।’’

দোকানে এ রকম সাহসী কর্মী থাকলে মালিকের আর চিন্তা কীসের!

আরও পড়ুন: ব্রিটেনের রানির থেকেও বেশি সম্পদ রয়েছে এই মহিলার!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement