Advertisement
১১ মে ২০২৪
Robot Sophia

গান গেয়ে মন জয় করলেন রোবট সোফিয়া! দেখুন কী গান গাইলেন তিনি...

গান গাইলেন কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত পৃথিবীর প্রথম রোবট সোফিয়া

কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত রোবট সোফিয়া। ছবি সোফিয়ার টুইটার হ্যান্ডেল থেকে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত রোবট সোফিয়া। ছবি সোফিয়ার টুইটার হ্যান্ডেল থেকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৮ ১২:৪৩
Share: Save:

রোবট পরিচালনায় এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। সেই নমুনা এবার বিশ্ববাসী দেখল আমেরিকার জনপ্রিয় টিভি উপস্থাপক জিমি ফালনের ‘টুনাইট শো’-তে। সেখানে জিমির সঙ্গে ডুয়েটে গান গাইলেন কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত পৃথিবীর প্রথম রোবট সোফিয়া।

ফালনের ২১ নভেম্বরের ‘টুনাইট শো’য়ে অতিথি ছিল বিভিন্ন রোবটরা। সোফিয়ার পাশাপাশি সেদিনের শো-য়ে উপস্থিত ছিল এমআইটির তৈরি রোবট ‘মিনি চিতা’, টমাটো খাওয়ানো রোবট ‘টমাটান’। তবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে যে সোফিয়া ছিল তা দর্শকদের প্রতিক্রিয়াতেই স্পষ্ট।

‘মিনি চিতা’ ও ‘টমাটান’ বেরিয়ে যাওয়ার পর মঞ্চে ঢোকে সোফিয়া। প্রাথমিক আলাপচারিতার পর ফালন তাকে জিজ্ঞাসা করে সে গান গাইতে পারে কি না। উত্তরে সোফিয়া জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তার আশীর্বাদে সে গান গাওয়াও রপ্ত করে ফেলেছে।

আরও পড়ুন: হোয়াইট হাউসের ব্রিফ্রিং রুমে প্রেস সচিবের থেকে নাকি বেশি সময় কাটায় এই টার্কি!

তারপর ফালন ও সোফিয়া দু’জন মিলে গাইতে শুরু করেন ক্রিস্টিনা আগুইলেরার জনপ্রিয় রোমান্টিক গান ‘সে সামথিং’। তবে শুধু গান নয়, ফালনের প্রশ্নের জবাবে সোফিয়ার বুদ্ধিদীপ্ত উত্তরও দর্শকদের মন জয় করে নিয়েছে।

আরও পড়ুন: মহার্ঘ জ্বালানি, ফুঁসছে প্যারিস

(সারা বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়েবাংলায় খবরপেতে চোখ রাখুন আমাদেরআন্তর্জাতিকবিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE