পদত্যাগ করলেন মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডেরাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)-এর ডেপুটি ডিরেক্টর ড্যান বোঙ্গিনো। আগামী জানুয়ারি মাসেই পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন একদা দক্ষিণপন্থী প্রাক্তন পডকাস্টার। কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে সরাসরি কিছু না বললেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে সংক্ষিপ্ত বার্তা দিয়েছেন ড্যান। এর পরেই জল্পনা শুরু হয়েছে ড্যানের পদত্যাগ নিয়ে।
বুধবার সমাজমাধ্যমে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন এফবিআই-এর ডেপুটি ডিরেক্টর। তিনি জানিয়েছেন, ১০ মাসেরও কম সময় চাকরি করার পর জানুয়ারি মাসে পদত্যাগ করতে চলেছেন তিনি। ৫১ বছর বয়সি ড্যান অবশ্য জানাননি, কেন এই পদক্ষেপ করতে চলেছেন তিনি। পোস্টে ড্যান লিখেছেন, ‘‘আগামী জানুয়ারি মাসে আমি এফবিআই-এ আমার পদ থেকে সরে দাঁড়াব। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প, অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এবং ডিরেক্টর কাশ পটেলকে ধন্যবাদ জানাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আমি আমার দেশবাসীদের ধন্যবাদ জানাতে চাই। আপনারা আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। ঈশ্বর আমেরিকা ও আমেরিকানদের মঙ্গল করুন।’’
আরও পড়ুন:
ড্যানের ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্পও। মার্কিন প্রেসিডেন্ট অবশ্য জানিয়েছেন, তাঁর বিশ্বাস, ড্যান তাঁর জনপ্রিয় পডকাস্টে ফিরে যেতে চান। সে জন্যই ইস্তফা দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, ‘‘ড্যান দুর্দান্ত কাজ করেছেন! তবে আমি মনে করি, তিনি এ বার তাঁর শো-এ ফিরে যেতে চান।’’
এফবিআই-তে যোগদানের আগে নিউ ইয়র্ক পুলিশের অফিসার এবং সিক্রেট সার্ভিস এজেন্ট হিসাবেও দায়িত্ব পালন করেছেন ড্যান। তারও আগে নিজের নামেই একটি পডকাস্ট চালাতেন তিনি। দেশের অন্যতম জনপ্রিয় পডকাস্ট ছিল সেটি। ট্রাম্পের পক্ষ নিয়ে প্রায়শই নানা ‘ষড়যন্ত্র তত্ত্ব’ প্রচার করতে শোনা যেত ড্যানকে। এমনকি, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন ট্রাম্পের কাছ থেকে কারচুপি করে ‘চুরি’ করে নেওয়া হয়েছিল, পডকাস্টে এমন দাবিও করেছিলেন ড্যান।
চলতি বছরের মার্চ মাসে এফবিআই-এ যোগ দেন তিনি। তবে রীতি অনুযায়ী, দীর্ঘ দিন ধরে এফবিআই-এ কাজ করলে তবেই এই পদে নিযুক্ত হতে পারেন কেউ। তাই ড্যানের নিয়োগ নিয়ে সে সময় বিস্তর সমালোচনা হয়েছিল। প্রায় ১৪,০০০ বর্তমান এবং প্রাক্তন এজেন্টের সংগঠন এফবিআই এজেন্টস অ্যাসোসিয়েশনও ড্যানের এই পদে নিয়োগের বিরোধিতা করেছিল। তা ছাড়া, মার্কিন গোয়েন্দা সংস্থায় সংক্ষিপ্ত কর্মজীবনে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির সঙ্গে ড্যানের বনিবনা না হওয়া নিয়ে বার বার জল্পনা শোনা গিয়েছে। তার মাঝেই এ বার ইস্তফার ঘোষণা করলেন একদা দক্ষিণপন্থী এই শীর্ষকর্তা।