শুল্কের ভয় দেখিয়ে আটটি যুদ্ধ থামিয়েছি! ফের এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে মার্কিন উৎপাদন বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তার পুনরুজ্জীবনের কৃতিত্বও শুল্ককেই দিলেন তিনি। ট্রাম্প আরও জানিয়েছেন, ভিসা নিয়ে কড়াকড়ির আবহে একজন বিদেশিও অবৈধ ভাবে আমেরিকায় ঢোকেননি। বুধবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে এমনই নানা দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
বুধবার ট্রাম্প বলেন, গত কয়েক মাসে একজনও বিদেশি বেআইনি ভাবে আমেরিকায় ঢোকেননি। তাঁর কথায়, ‘‘গত সাত মাস ধরে, আমাদের দেশে কোনও অবৈধ অভিবাসীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। সকলেই বলেছিল এটা একেবারেই অসম্ভব। কিন্তু আমরা সেটা করে দেখিয়েছি। আপনাদের মনে আছে, যখন জো বাইডেন বলেছিলেন যে সীমান্ত বন্ধ করতে কংগ্রেসের আইন পাশ করা উচিত? আদতে আমাদের আইনের প্রয়োজন ছিল না। আমাদের শুধু একজন নতুন প্রেসিডেন্টের প্রয়োজন ছিল। আমরা উত্তরাধিকার সূত্রে বিশ্বের সবচেয়ে খারাপ সীমান্ত পেয়েছি, কিন্তু দ্রুত সেটিকে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সীমান্তে পরিণত করেছি আমরা।’’
ট্রাম্প আরও বলেন, শুল্কের ভয় দেখিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে একের পর এক যুদ্ধ থামিয়েছেন তিনি। এ ভাবে আটটি যুদ্ধ থামিয়েছেন বলে দাবি করেন তিনি। এ ছাড়াও, ট্রাম্প বলেন, উৎপাদন বৃদ্ধির জন্যও শুল্কই দায়ী। কারণ, আমদানি শুল্ক এড়াতে মার্কিন মুলুকে ফিরেছে সংস্থাগুলি। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমোবাইলের মতো খাতেও ব্যাপক উন্নতি হয়েছে, যা ‘আমেরিকান ইতিহাসে আগে কখনও দেখা যায়নি’। শুধু তা-ই নয়, ‘বড় ও সুন্দর বিল’ আসার পর থেকে বকশিশ, অতিরিক্ত সময় কাজের টাকা বা সামাজিক নিরাপত্তা সংক্রান্ত সুবিধাগুলির উপর কোনও কর চাপানো হয়নি। ফলে বার্ষিক ১১,০০০ থেকে ২০,০০০ মার্কিন ডলার সাশ্রয় করতে পারবে পরিবারগুলি। পাশাপাশি, মার্কিন সেনাদের জন্য এককালীন ১৭৭৬ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় দেড় লক্ষ টাকা) ভাতা ঘোষণা করেছেন ট্রাম্প। ১৪.৫ লক্ষেরও বেশি সেনা বড়দিনের আগেই প্রাপ্য টাকা পেয়ে যাবেন। ট্রাম্পের দাবি, এই টাকাও নাকি এসেছে শুল্কনীতি থেকেই!
আরও পড়ুন:
এর আগেও বহু বার একাধিক যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করেছেন ট্রাম্প। কখনও এ-ও বলেছেন, নোবেল শান্তি পুরস্কার তাঁরই প্রাপ্য। ভারত-পাকিস্তান সংঘাতের পাশাপাশি তাইল্যান্ড-কম্বোডিয়া, আর্মেনিয়া-আজ়ারবাইজান, কোসোভো-সার্বিয়া, ইজ়রায়েল-ইরান, মিশর-ইথিওপিয়া এবং রাওয়ান্ডা-কঙ্গোর যুদ্ধ থামিয়েছেন বলে গত সেপ্টেম্বর মাসেই দাবি করেছিলেন ট্রাম্প। অবশ্য পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্ব থামানো নিয়ে ট্রাম্পের মধ্যস্থতার দাবি বার বার প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। ট্রাম্পের বাণিজ্যচুক্তি নিয়ে হুমকি যুদ্ধবিরতিকে প্রভাবিত করেছে, এই দাবিও উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি।