Joe Biden

পূর্বসূরির জন্য ক্ষমা চাইলেন বাইডেন

২০৩০-এর মধ্যে কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে আনার যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে, বাইডেনের আশ্বাস, আমেরিকা তা পূরণ করবে।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২২ ১০:১৮
Share:

জো বাইডেন। — ফাইল চিত্র।

প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে বার করে এনেছিলেন, তার জন্য ক্ষমা চাইলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। রাষ্ট্রপুঞ্জের সিওপি-২৭ শীর্ষ সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, ‘‘আমরা দ্রুতই প্যারিস চুক্তিতে ফিরেছি। জলবায়ু সংক্রান্ত বেশ কয়েকটি বড় সম্মেলন আয়োজন করেছি। তবু আমরা যে এক বারের জন্য হলেও বেরিয়ে গিয়েছিলাম, তার জন্য ক্ষমা প্রার্থনা করছি।’’

Advertisement

অগস্ট মাসে আমেরিকা যে মূল্যবৃদ্ধি হ্রাস আইন এনেছে, সেখানে পরিবেশবান্ধব শক্তি ব্যবহারের উপরে যথেষ্ট জোর দেওয়া হয়েছে বলে মনে করিয়ে দিয়েছেন বাইডেন। প্রসঙ্গত এই আইনে সবুজ শক্তির বিকাশে ৩৭,০০০ কোটি ডলার বরাদ্দ করার কথা বলা হয়েছে। উষ্ণায়ন রোখার কাজে আমেরিকা যে নেতৃপদ ফিরে পেতে চায়, সে কথাও বাইডেন পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। শুক্রবার বাইডেনের কথায়, ‘‘আমি যখন প্রেসিডেন্ট হই, তখন থেকেই ঠিক করে রেখেছিলাম, (পরিবেশনীতির প্রশ্নে) আমেরিকায় যে সব পরিবর্তন আনা দরকার, তা আনবই। জলবায়ু বিষয়ে আমেরিকাকে বিশ্বস্ত এবং দায়বদ্ধ নেতৃ হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।’’

২০৩০-এর মধ্যে কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে আনার যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে, বাইডেনের আশ্বাস, আমেরিকা তা পূরণ করবে। ‘‘আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে এ কথা আমি আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করতে পারি। কারণ সেই মোতাবেক আমরা পদক্ষেপ করেছি।’’ তা ছাড়া ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার আরও অনেকখানি কমিয়ে ফেলাই যে সময়ের দাবি, তা উল্লেখ করেন তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন