পাউডার থেকে ক্যান্সার! বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হচ্ছে জনসন অ্যান্ড জনসন-কে

৭২ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ হচ্ছে জনসন অ্যান্ড জনসন-এর। অভিযোগ ছিল, তাদের ট্যালকম পাউডার ব্যবহার করে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। সেই মামলার রায়ে মিসৌরি স্টেট জুরি বিশ্বের বৃহত্তম হেলথ কেয়ার ফার্মকে মৃতের পরিবারকে এই টাকা দেওয়ার নির্দেশ দিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৩২
Share:

৭২ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ হচ্ছে জনসন অ্যান্ড জনসন-এর। অভিযোগ ছিল, তাদের ট্যালকম পাউডার ব্যবহার করে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। সেই মামলার রায়ে মিসৌরি স্টেট জুরি বিশ্বের বৃহত্তম হেলথ কেয়ার ফার্মকে মৃতের পরিবারকে এই টাকা দেওয়ার নির্দেশ দিল।

Advertisement

২০১৫ সালে ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান ৬২ বছরের জ্যাকি ফক্স। জ্যাকির পরিবার জানান দীর্ঘ ৫০ বছর ধরে জনসন অ্যান্ড জনসন-এর ট্যালকম পাউডার ব্যবহাক করেছেন তিনি। তাঁরা অভিযোগ করেন জ্যাকির এই মারণ রোগের কারণ ওই পাউডারই।

সেন্ট লুইসের আদালত সোমবার গভীর রাতে জনসন অ্যান্ড জনসনকে জরিমানার নির্দেশ দেয়। এই মামলাটি কোনও বিক্ষিপ্ত ঘটনা নয়। গোটা মার্কিন যুক্তরাষ্ট্রেই এই হেলথ কেয়ার ফার্মের বিরুদ্ধে ১০০০ টি মামলা চলছে। আইনজীবীরা জানাচ্ছেন আরও হাজারেরও বেশি মামলা আদালতে ওঠার অপেক্ষায় আছে।

Advertisement

যদিও এই সব অভিযোগই অস্বীকার করেছেন জনসন অ্যান্ড জনসন কর্তৃপক্ষ। দাবি করেছেন, তাঁদের সব প্রোডাক্টই সুরক্ষিত।

গবেষকরা অবশ্য এই নিয়ে দ্বিধাবিভক্ত। আমেরিকান ক্যান্সার সোসাইটি জানিয়েছে এই প্রোডাক্ট ক্যান্সারের কারণ কিনা সে ব্যাপারে তারা নিশ্চিত নয়। অন্যদিকে, ‘হু’-এর অংশ ইন্টারন্যাশনল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার জানাচ্ছে এই পাউডার সম্ভবত কারসিনোজেনিক।

আরও পড়ুন-শাট আপ! এ বার নাভ্রাতিলোভাকে শাসানি ‘দেশপ্রেমী’ ভারতীয়দের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement