International News

ট্রাপিজ়ের খেলা দেখাতে গিয়ে হাত ফস্কে নীচে, তারপর...

স্টেজের সামনেটা সাজানো আগুন দিয়ে। আর তারই পিছনে পাতা রয়েছে ম্যাট্রেস। সুতরাং দর্শকের মনে হবে নীচে রয়েছে শুধুই আগুন। আদতে মেরি পড়লেন ওই ম্যাট্রেসের উপরেই। কয়েক সেকেন্ড পর মিষ্টি একটা হাসি হেসে ম্যাট্রেসের পাশ থেকে বেরিয়ে এলেন মেরি উল্ফে। আর চোখ থেকে বাঁধন খুলে দড়ি বেয়ে নীচে তরতর করে নেমে এলেন টাইস। আলিঙ্গন করলেন স্ত্রীকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৮ ১৪:৩৫
Share:

দর্শককে একের পর এক ভেলকি দেখিয়ে খেলা চালিয়ে যাচ্ছিলেন টাইস নিয়েলসন আর মেরি উল্ফ নিয়েলসন। ছবি: ফেসবুক।

নীচে আগুনের লেলিহান শিখা। আর উপরে ট্রাপিজ় খেলা দেখাচ্ছেন এক যুগল। বিচারক থেকে শুরু করে দর্শক অবধি সক্কলে শিউরে উঠছেন দম্পতির এ হেন কেরামতি দেখে।

Advertisement

সোশ্যাল মিডিয়ার রীতিমতো ভাইরাল আমেরিকার এক রিয়্যালিটি শো’য়ের এই ভিডিয়ো। দর্শককে একের পর এক ভেলকি দেখিয়ে খেলা চালিয়ে যাচ্ছিলেন টাইস নিয়েলসন আর মেরি উল্ফ নিয়েলসন। টাইসের পা বাঁধা, আরমেরির পা খোলা। হঠাৎই চোখ বেঁধে ফেললেন টাইস। আর টাইসের পা ধরে খেলা চালিয়ে যেতে থাকলেনমেরি। দর্শকাসনে যুগলের দুই বছরের পুত্র আর তার ঠাকুমা।

হঠাত্ করেই হাত ফসকে গেল টাইসের। আর সঙ্গে সঙ্গে নীচে পড়ে গেলেন মেরি। কিন্তু নীচে যে আগুন। দর্শক থেকে বিচারকদেরসবাই হাহুতাশ করা শুরু করে দিয়েছেন ততক্ষণে।

Advertisement

দেখুন ভিডিয়ো

তারপর?

এখানেই আসল কারসাজি। স্টেজের সামনেটা সাজানো আগুন দিয়ে। আর তারই পিছনে পাতা রয়েছে ম্যাট্রেস। সুতরাং দর্শকের মনে হবে নীচে রয়েছে শুধুই আগুন। আদতে মেরি পড়লেন ওই ম্যাট্রেসের উপরেই। কয়েক সেকেন্ড পর মিষ্টি একটা হাসি হেসে ম্যাট্রেসের পাশ থেকে বেরিয়ে এলেন মেরি উল্ফে। আর চোখ থেকে বাঁধন খুলে দড়ি বেয়ে নীচে তরতর করে নেমে এলেন টাইস। আলিঙ্গন করলেন স্ত্রীকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement