পরমাণু অস্ত্র বাঁচাচ্ছেন কিম: রাষ্ট্রপুঞ্জ

রাষ্ট্রপুঞ্জের একটি গোপন রিপোর্টে উঠে এসেছে, নিত্যদিন অস্ত্র সম্ভারের ঠিকানা বদল বা পরমাণু অস্ত্র পরীক্ষার জায়গা বদল ঘটাচ্ছে কিম জং উনের দেশ। 

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০১:১৪
Share:

নিত্যদিন পরমাণু অস্ত্র পরীক্ষার জায়গা বদল ঘটাচ্ছে কিম জং উনের দেশ। দাবি রাষ্ট্রপুঞ্জের একটি গোপন রিপোর্টে। ছবি: এপি।

সামরিক হামলার সময়ে পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যাতে নষ্ট না হয়, তা নিশ্চিত করতে সক্রিয় হয়েছে উত্তর কোরিয়া, জানান রাষ্ট্রপুঞ্জের পর্যবেক্ষকরা। আর কিছু দিনের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উনের মধ্যে দ্বিতীয় বৈঠক হওয়ার কথা।

Advertisement

এর মধ্যেই রাষ্ট্রপুঞ্জের তরফে এই তথ্য প্রকাশ্যে এল। রাষ্ট্রপুঞ্জের একটি গোপন রিপোর্টে উঠে এসেছে, নিত্যদিন অস্ত্র সম্ভারের ঠিকানা বদল বা পরমাণু অস্ত্র পরীক্ষার জায়গা বদল ঘটাচ্ছে কিম জং উনের দেশ।

পর্যবেক্ষকদের বক্তব্য, ‘‘নিষেধাজ্ঞা উড়িয়ে জাহাজে করে পেট্রোলিয়ামজাত পণ্য ও কয়লার আমদানি বাড়াচ্ছে উত্তর কোরিয়া।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement