Former UN secretary general

রাষ্ট্রসঙ্ঘের প্রাক্তন মহাসচিব কোফি আন্নান প্রয়াত

আফ্রিকার ঘানার বাসিন্দা ছিলেন আন্নান। ১৯৩৮ সালের ৮ এপ্রিল তাঁর জন্ম।

Advertisement

সংবাদ সংস্থা

রাষ্ট্রসঙ্ঘ শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৮ ১৭:৪৭
Share:

প্রয়াত হলেন রাষ্ট্রসঙ্ঘের প্রাক্তন মহাসচিব কোফি আন্নান। বয়স হয়েছিল ৮০ বছর। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শনিবার ‘কোফি আন্নান ফাউন্ডেশনের’ তরফে এক বিবৃতিতে আন্নানের মৃত্যুর খবর জানানো হয়।

Advertisement

আফ্রিকার ঘানার বাসিন্দা ছিলেন আন্নান। ১৯৩৮ সালের ৮ এপ্রিল তাঁর জন্ম। ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবের দায়িত্বে ছিলেন তিনি। প্রথম আফ্রিকান হিসেবে ওই দায়িত্ব সামলেছিলেন আন্নান। তিনি ছিলেন রাষ্ট্রসঙ্ঘের সপ্তম মহাসচিব। ২০০১ সালে শান্তির নোবেল সম্মান পান আন্নান।

মহাসচিবের পদ থেকে অবসরের পর তিনি রাষ্ট্রসঙ্ঘের বিশেষ দূত হিসেবে সিরিয়ায় গিয়েছিলেন। গত বছর রোহিঙ্গা ইস্যুতে বিশেষ ভূমিকা নিতে দেখা গিয়েছিল আন্নানকে। পরিস্থিতি খতিয়ে দেখতে তাঁর নেতৃত্বে বিশেষ কমিশন গঠন করেছিল রাষ্ট্রসঙ্ঘ।

Advertisement

আরও পড়ুন: ইমরানের শপথ, ২২ গজের ক্যাপ্টেন এখন পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন