(বাঁ দিকে) সুশীলা কার্কী এবং কেপি শর্মা ওলি। —ফাইল চিত্র।
‘জেন-জ়ি’ আন্দোলনের জেরে পদচ্যুত হয়েছেন। কাঠমান্ডু ছেড়ে উঠেছেন গোপন আস্তানায়। সেখান থেকেই সুশীলা কার্কীর নেতৃত্বাধীন নেপালের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তাঁর দাবি, সন্ত্রাসবাদের ভিতের উপর দাঁড়িয়ে রয়েছে কার্কীর সরকার।
নেপালের সংবাদমাধ্যম ‘রিপাবলিকা’-র প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভক্তপুরের গুন্ডুতে অস্থায়ী আস্তানা থেকে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বার্তা দিয়েছেন ওলি। তিনি বলেছেন, নেপালে যে ভাবে নতুন সরকার গঠিত হল, তা একেবারেই সাংবিধানিক নয়। তাঁর কথায়, ‘‘দেশে যা ঘটছে, তা কখনওই আসল সমাধান নয়। অগণতান্ত্রিক পদ্ধতিতে কখনওই সমাধান মিলতে পারে না।’’
আন্দোলনের মাঝে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর এই প্রথম বার দলের নেতা-কর্মীদের উদ্দেশে বার্তা দিলেন ওলি। তাঁর দাবি, তিনি ‘জেন-জ়ি’ বিক্ষোভকারীদের উপর কখনওই গুলি চালানোর নির্দেশ দেননি। প্রাক্তন প্রধানমন্ত্রীর কথায়, ‘‘আমি গুলি চালানোর নির্দেশ দিইনি। এ ব্যাপারে আমি জানতামও না আগে থেকে। ১৯ জন যুবকের মৃত্যুতে আমি ভীষণই কষ্ট পেয়েছি। আমি নিরাপত্তাবাহিনীকে জিজ্ঞেস করেছিলাম, কী করে এটা হল? এই ঘটনার তদন্ত হবে বলেও জানিয়েছিলাম।’’
ওলির সংযোজন, ‘‘আমি বিক্ষোভ আটকানোর যথাসাধ্য চেষ্টা করেছিলাম। কিন্তু যখন বুঝেছি, পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গিয়েছে, আমি ইস্তফা দিয়ে দিয়েছি। কিন্তু তার পরেও নৈরাজ্য অব্যাহত ছিল।’’