Russia-Ukraine War

‘রাতারাতি সমাধানসূত্রের সন্ধান মিলবে না’, যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন তুলে দিল ক্রেমলিনের বিবৃতি

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার জানান, রাশিয়া এবং আমেরিকা বিভিন্ন স্তরে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবুও ইউক্রেনীয় সংঘাত রাতারাতি সমাধানের আশা করা যায় না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৯:৪৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রুশ-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আবার প্রশ্ন তুলে দিল মস্কো। মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সরাসরি জানিয়ে দিলেন, রাতারাতি সমস্যার সমাধানসূত্র মিলবে না।

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সকালে জানিয়েছিলেন, চলতি সপ্তাহেই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। সেই সঙ্গে যুদ্ধবিরতির পরে মস্কোর বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বার্তা দিয়ে তিনি বলেন, ‘‘তার পরে দু’দেশই আমেরিকার সঙ্গে বাণিজ্য শুরু করবে এবং প্রচুর অর্থলাভ করে সমৃদ্ধিশালী হবে, নিজেদের ভাগ্য গড়বে।’’

সোমবার রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি কিভের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার বার্তা দিয়েছিলেন। কিন্তু সেই আলোচনায় বিশেষ অগ্রগতির আশা যে মস্কো করছে না, তা স্পষ্ট করে দিয়েছেন পেসকভ। মঙ্গলবার তাঁর মন্তব্য, ‘‘রাশিয়া এবং আমেরিকা বিভিন্ন স্তরে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবুও ইউক্রেনীয় সংঘাত রাতারাতি সমাধানের আশা করা যায় না।’’

Advertisement

মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো গত সপ্তাহে ইউরোপ সফরে দিয়ে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকের সময় যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনায় অগ্রগতি না হওয়ায় উষ্মা প্রকাশ করেছিলেন। তিনি বলেন, ‘‘যুদ্ধবিরতি আদৌ সম্ভব কি না, আমাদের খুব দ্রুত সেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা কয়েক দিন বা সপ্তাহখানেক দেখব, যদি শান্তিচুক্তিতে কোনও অগ্রগতি না হয়, তবে আর আমরা এর মধ্যে থাকব না। অন্যান্য বিষয়ে মনোযোগ দেব।’’ এর পরে গত শনিবার পুতিন ইস্টার উপলক্ষে দেড় দিনের (শনিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত) যুদ্ধবিরতির ঘোষণা করেন। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সরকার জানিয়েছে, সেই সময়সীমার মধ্যেও রুশ ফৌজ ধারাবাহিক ড্রোন হামলা চালিয়েছে। এই আবহে নতুন করে যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন তুলল ক্রেমলিনের বিবৃতি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement