Missile Attack of Iran

ইরাক, সিরিয়ায় ‘মোসাদের ডেরায়’ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, কুর্দ নেতার দাবি নিহতেরা সাধারণ মানুষ

গত ডিসেম্বরে সিরিয়ার রাজধানী দমাস্কাসের উপকণ্ঠে জেইনাবিয়া এলাকায় বোমা হামলায় নিহত হয়েছিলেন ইরানের শীর্ষস্থানীয় সেনা কমান্ডার সঈদ রাজ়ি মৌসাভি। ইজ়রায়েলি গুপ্তচর সংস্থা মোসাদকে ওই ঘটনার জন্য দায়ী করেছিল ইরান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৪ ২২:৩৬
Share:

সিরিয়ায় ইজ়রায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের গোপন ডেরায় ক্ষেপণাস্ত্র হামলার পর ধ্বংসাবশেষের সামনে সাধারণ জনগণ। ছবি: রয়টার্স।

ইরাকের কুর্দিস্তান এবং সিরিয়ায় ইজ়রায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের গোপন ডেরায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করল ইরান। তেহরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম মঙ্গলবার জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলায় কুর্দিস্তানে মোসাদের সদর দফতর ধ্বংস হয়ে গিয়েছে।

Advertisement

যদিও ইরাকের ‘কুর্দিস্তান স্বশাসিত অঞ্চলের’ প্রধানমন্ত্রী মসরুর বরজ়ামি মঙ্গলবার ইরানের দাবি খারিজ করে বলেন, ‘‘ওখানে মোসাদের কোনও ঘাঁটি ছিল না। অসামরিক বসতিপূর্ণ অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। যাঁরা নিহত হয়েছেন, তাঁরা সকলেই সাধারণ নাগরিক।’’ ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, ইরাক হামলা চালিয়েছে এলিট ‘রেভলিউশনারি গার্ড’ বাহিনী। অন্য দিকে, সিরিয়ার হানাদারি দায়িত্বে ছিল সে দেশের গৃহযুদ্ধে অংশ নেওয়া ইরানি সেনা।

প্রসঙ্গত, গত এক দশকেরও বেশি সময় ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। সে দেশের প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর পক্ষে গৃহযুদ্ধে অংশ নিয়েছে ইরান ফৌজ। অন্য দিকে, আমেরিকা ও ইজ়রায়েল মদত দিচ্ছে আসাদ বিরোধী বিদ্রোহীদের। গত ডিসেম্বরে সিরিয়ার রাজধানী দমাস্কাসের উপকণ্ঠে জেইনাবিয়া এলাকায় বোমা হামলায় নিহত হয়েছিলেন ইরানের শীর্ষস্থানীয় সেনা কমান্ডার সঈদ রাজ়ি মৌসাভি। ইজ়রায়েলি গুপ্তচর সংস্থা মোসাদকে ওই ঘটনার জন্য দায়ী করেছিল ইরান।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন