বিষাক্ত নিজস্বী

র‌্যাটল স্নেকটিকে দেখতে পেয়েই তুলে কাঁধে জড়িয়ে নেন যুবক। সবে নিজস্বী তুলতে যাবে, মোক্ষম সময়ে ওই সরীসৃপের ছোবল পড়ল হাতে।

Advertisement
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৫ ০২:৪৪
Share:

র‌্যাটল স্নেকটিকে দেখতে পেয়েই তুলে কাঁধে জড়িয়ে নেন যুবক। সবে নিজস্বী তুলতে যাবে, মোক্ষম সময়ে ওই সরীসৃপের ছোবল পড়ল হাতে।

Advertisement

যুবক-যুবতীদের মধ্যে নিজস্বী উদ্মাদনা নিয়ে লাগাতার প্রচার করা হচ্ছে। কিন্তু রাষে যে টান পড়ছে না, তা ফের প্রমাণ হল বৃহস্পতিবার। অ্যালেক্স গোমেজ (৩৬) নামে ওই যুবক হাসপাতালে। তাঁর ভাই জানায়, লেজ নেড়ে সাপটি রাগ দেখাচ্ছিল। তবে দাদা কোন দিকেই নজর না দিয়ে ঘাড়ে জড়িয়ে নেয় সেটিকে। ইতিমধ্যেই বিষক্রিয়ায় হাতের চামড়া পচতে শুরু রয়েছে ওই যুবকের। পরিস্থিতির অবনতি হলে হাত বাদও দিতে হতে পারে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement