Volcano

হাওয়াই দ্বীপে ফের অগ্ন্যুৎপাত, লাভা উদগীরণের ভিডিয়ো ভাইরাল

আগ্নেগিরির সব থেকে কাছে যে বাসিন্দারা রয়েছেন, তাঁদের ঘরের মধ্যেই থাকতে বলা হয়েছে। আকাশ ধোঁয়া আর ছাইয়ে ভরে গিয়েছে। তবে তার মধ্যে দিয়েও দেখা যাচ্ছে অগ্ন্যুৎপাতের ভয়ঙ্কর সুন্দর সেই দৃশ্য।

Advertisement

সংবাদ সংস্থা

হনুলুলু শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ১৪:২০
Share:

হাওয়াই দ্বীপে অগ্ন্যুৎপাত। ছবি: রয়টার্স।

আমেরিকার দ্বীপ প্রদেশ হাওয়াইয়ে ফের অগ্ন্যুৎপাত। হাওয়াইয়ের কিলাউইয়ে আগ্নেয়গিরিতে রবিবার রাত থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। সেই অগ্ন্যুৎপাতের বেশ কিছু ছবি ভিডিয়ো সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, আগ্নেগিরির একাধিক ফাটল থেকে আগুনের মতো লাভা বেশ কয়েক ফুট উঁচু পর্যন্ত ছড়িয়ে পড়ছে।

Advertisement

হাওয়াইয়ের আগ্নেয়গিরি পর্যবেক্ষণকারি (এইচভিও) সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টা ৩৬ মিনিটে একটি ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৪। তার পরই শুরু হয় অগ্ন্যুৎপাত। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, আগ্নেগিরির দক্ষিণ অংশ থেকে প্রথমে অগ্ন্যুৎপাত শুরু হয়। একাধিক অংশ থেকে লাভা বেরিয়ে আসতে দেখা গিয়েছে।

আগ্নেগিরির সব থেকে কাছে যে বাসিন্দারা রয়েছেন, তাঁদের ঘরের মধ্যেই থাকতে বলা হয়েছে। আকাশ ধোঁয়া আর ছাইয়ে ভরে গিয়েছে। তবে তার মধ্যে দিয়েও দেখা যাচ্ছে অগ্ন্যুৎপাতের ভয়ঙ্কর সুন্দর সেই দৃশ্য।

Advertisement

আরও পড়ুন: পা হড়কে পাহাড় থেকে জলে, দুর্ঘটনার দৃশ্য রেকর্ড হল নিজেরই অ্যাকশন ক্যামেরায়

আরও পড়ুন: ভারতীয় ‘মহাকাশচারী’-র অনুমতি নিয়ে ‘চাঁদে’ পা রাখল মেক্সিকো

হাওয়াইয়ের এই আগ্নেগিরিটি ২০১৮ সাল থেকে বেশ সক্রিয়। সেই সময় বেশ কয়েক মাস ধরে অগ্ন্যুৎপাত হয়। কয়েকশো বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল লাভার কারণে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন