Agitation At America

লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ ঠেকাতে হিমশিম খাচ্ছে বাহিনী, ট্রাম্পের বিরুদ্ধে মামলার হুমকি ক্যালিফর্নিয়ার গভর্নরের

বিক্ষোভ থামাতে লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড নামিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পর পরিস্থিতির উন্নতি হওয়া দূরে থাক, আরও অবনতি ঘটেছে। ট্রাম্পের বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়েছেন বিক্ষোভকারীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ১৩:১৫
Share:

লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভকারীদের দেওয়া আগুনে পুড়ছে গাড়ি। ছবি: রয়টার্স।

না-জানলেই নয়
শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ১৪:৩৬ key status

কেন উত্তপ্ত লস অ্যাঞ্জেলেস

ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের তাড়ানোর জন্য তৎপর হয়েছেন। গত কয়েক দিনে লস অ্যাঞ্জেলেস-সহ ক্যালিফর্নিয়ার বিভিন্ন প্রান্তে ট্রাম্প প্রশাসনের অভিবাসন দফতরের আধিকারিকেরা হানা দেন। অনেককে গ্রেফতারও করা হয়। শুক্রবার থেকে রবিবার সকাল পর্যন্ত অভিবাসন দফতর ১১৮ জনকে গ্রেফতার করেছে। এই ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে লস অ্যাঞ্জেলেসে এবং বিক্ষোভের তেজ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে লস অ্যাঞ্জেলেস শহরে ২০০০ ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নেয় হোয়াইট হাউস।

শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ১৩:৪১ key status

আন্দোলনকারীদের হুঁশিয়ারি ট্রাম্পের

লস অ্যাঞ্জেলেসের আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাম্প। রবিবার নিউ জার্সিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প বিক্ষোভকারীদের প্রসঙ্গে বলেন, “আমার ছোট একটি বক্তব্য রয়েছে। তা হল, ওরা থুতু ছিটিয়েছ, আমরা মেরেছি।” একই সঙ্গে বিক্ষোভকারীদের সমালোচনা করে তিনি বলেন, “মানুষের দিকে থুতু ছিটিয়েছে। আপনারা জানেন যে, এটা ওদের নতুন কায়দা।” তার পরেই হুঁশিয়ারির সুরে ট্রাম্প বলেন, “কেউ আমাদের পুলিশ আধিকারিক, সেনার দিকে থুতু ছেটাবে, এটা মেনে নেওয়া হবে না। যদি এটা হয়, তা হলে কঠোর ভাবে তা দমন করা হবে।”

Advertisement
শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ১৩:৩৫ key status

ট্রাম্পের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি ক্যালিফর্নিয়ার গভর্নরের

লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতির জন্য ট্রাম্পকেই দায়ী করলেন ক্যালিফর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গাভিন নিউসাম। রবিবার তিনি ট্রাম্পের বিরুদ্ধে মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর অভিযোগ, কোনও রকম আলোচনা ছাড়়াই লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। ট্রাম্পের জন্যই এই পরিস্থিতি বলে মার্কিন প্রেসিডেন্টকে তোপ দাগেন নিউসাম।

শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ১৩:১২ key status

রণক্ষেত্র লস অ্যাঞ্জেলেস

বিক্ষোভ থামাতে লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড নামিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পর পরস্থিতির উন্নতি হওয়া দূরে থাক, আরও অবনতি ঘটেছে। ট্রাম্পের বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়েছেন বিক্ষোভকারীরা। চলছে রবার বুলেট, কাঁদানে গ্যাসও। রবার বুলেটে আহত হয়েছেন অস্ট্রেলিয়ার এক সাংবাদিক। 

Advertising
Advertising
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement