covid 19

মহাত্মা গান্ধীর প্রপৌত্র করোনায় প্রয়াত দক্ষিণ আফ্রিকায়

সতীশ দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যমে চিত্রগ্রাহক হিসাবে কাজ করেছেন। এছাড়া তিনি কাজ করেছেন গান্ধী ডেভলপমেন্ট ট্রাস্টের হয়েও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২০ ১১:১৬
Share:

সতীশ দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যমে চিত্রগ্রাহক হিসাবে কাজ করেছেন। ফাইল চিত্র।

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র সতীশ ধুপেলিয়া। বয়স হয়েছিল ৬৬ বছর। তাঁর দিদি উমা ধুপেলিয়া রবিবার মৃত্যুর খবর জানিয়েছেন। বলেন, ‘‘আমার ভাই একমাস নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকার পর প্রয়াত হয়েছেন। চিকিৎসা চলাকালীনই তিনি করোনায় আক্রান্ত হন। রবিবার সন্ধ্যায় তাঁর হৃদযন্ত্র বিকল হয়ে পড়ায় মৃত্যু হয়েছে।’’

Advertisement

মহাত্মা গান্ধীর ছেলে মণিলাল গান্ধীর তিন সন্তানের মধ্যে একজন ছিলেন সীতা ধৈর্যবালা গান্ধী। শশিকান্ত ধুপেলিয়াকে বিয়ের পর তিনি দক্ষিণ আফ্রিকার ডারবানে দীর্ঘদিন বসবাস করেন। তাঁর ৩ সন্তানের মধ্যে সতীশ একজন। সতীশ দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যমে চিত্রগ্রাহক হিসাবে কাজ করেছেন। এছাড়া তিনি কাজ করেছেন গান্ধী ডেভলপমেন্ট ট্রাস্টের হয়েও। ডারবানে মহাত্মা গান্ধীর আদর্শ প্রচার ও সমাজের কাজে তিনি ব্রতী ছিলেন। জাতপাত দূরে সরিয়ে তিনি কাজ করতেন নিম্ন আয়ের মানুষদের জন্য। সমাজকর্মী হিসাবেও তাঁর পরিচিতি ছিল।

আরও পড়ুন: ফাইজারের টিকাকে এ সপ্তাহেই ছাড়পত্র দিতে পারে ব্রিটেন

Advertisement

সতীশের মৃত্যুর পর দক্ষিণ আফ্রিকায় রয়ে গেলেন গান্ধী বংশের আরও দুই সন্তান। উমা ধুপেলিয়া এবং কীর্তি মেনন। কীর্তি থাকেন জোহানেসবার্গে।

আরও পড়ুন: টিকা প্রস্তুতি: মোদী-মমতা মুখোমুখি কাল, ক্ষোভ জানাতে পারেন মুখ্যমন্ত্রী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement