Indian Origin Woman Raped in UK

ব্রিটেনে ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্বেতাঙ্গ যুবক! বর্ণবৈষম্যের কারণেই হামলা

ব্রিটেন পুলিশের গোয়েন্দা সুপার (ডিএস) রোনান টাইরার জানান, এই গ্রেফতারি ধর্ষণ-কাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি। সন্দেহভাজনের সম্পর্কে যাঁরা খোঁজখবর দিয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন রোনান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৯:৩২
Share:

অভিযুক্তের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছিল ব্রিটেন পুলিশ। ছবি: সংগৃহীত।

ব্রিটেনে ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত। সোমবার ওয়েস্ট মিডল্যান্ড্‌স পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ৩২ বছর বয়সি যুবককে পেরি বার এলাকা থেকে ধরা হয়েছে। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

Advertisement

ব্রিটেন পুলিশের গোয়েন্দা সুপার (ডিএস) রোনান টাইরার জানান, এই গ্রেফতারি ধর্ষণ-কাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি। সন্দেহভাজনের সম্পর্কে যাঁরা খোঁজখবর দিয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন রোনান। তাঁর কথায়, ‘‘নির্যাতিতাই আমাদের কাছে প্রাধান্য পায়। আমরা তাঁকে এই গ্রেফতারি সম্পর্কে অবগত করেছি।’’

উত্তর ব্রিটেনের ওয়েস্ট মিডল্যান্ড্‌সে নিগ্রহের শিকার হয়েছেন ২০ বছরের ভারতীয় বংশোদ্ভূত ওই তরুণী। অভিযোগ, বাড়িতে ঢুকে এক শ্বেতাঙ্গ যুবক তাঁকে ধর্ষণ করেছেন। এই অপরাধকে ‘বর্ণবৈষম্যমূলক আক্রমণ’ হিসাবে দেখছে ওয়েস্ট মিডল্যান্ড্‌সের পুলিশ। তদন্তে নেমে প্রথমে এলাকার সিসিটিভি ফু়টেজ সংগ্রহ করেন তদন্তকারীরা। তার পরেই অভিযুক্তের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন তাঁরা।

Advertisement

ওই ফুটেজে কালো কোট পরে অভিযুক্তকে হেঁটে যেতে দেখা যাচ্ছিল। পুলিশের বর্ণনা অনুযায়ী, যুবক শ্বেতাঙ্গ, তাঁর চুল ছোট করে ছাঁটা, বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। ঘটনার সময় কালো পোশাক পরে ছিলেন অভিযুক্ত। তাঁর সম্পর্কে কোনও তথ্য থাকলে, তা পুলিশের সঙ্গে ভাগ করে নেওয়া আবেদনও করা হয়। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানও শুরু করে পুলিশ। অবশেষে সোমবার সকালে (স্থানীয় সময়) অভিযুক্তকে গ্রেফতার করা হয়।1643136

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement