গত ২১ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ৪১৯ জন আক্রান্তের খোঁজ মিলেছে। —প্রতীকী চিত্র।
উত্তর-পশ্চিম কঙ্গোয় অজানা রোগে ৫৩ জন মারা গিয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ‘হু’-র দাবি, অধিকাংশ ক্ষেত্রে রোগের লক্ষণ প্রকাশের পর থেকে মৃত্যুর সময় মাত্র ৪৮ ঘণ্টা, যা উদ্বেগজনক।
সূত্রের খবর, গত ২১ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ৪১৯ জন আক্রান্তের খোঁজ মিলেছে। যার মধ্যে ৫৩ জনের মৃত্যু হয়েছে। ‘হু’-এর আফ্রিকা দফতর জানিয়েছে, প্রথম ঘটনায় বলোকো শহরে তিন শিশু বাদুড়ের মাংস খাওয়ার পরে তাদের মধ্যে রক্তক্ষরণজনিত জ্বরের লক্ষণ দেখা দেয়। ৪৮ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়। বন্যপ্রাণী থেকে মানুষের মধ্যে জীবাণু সংক্রমণ নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন বিশেষজ্ঞেরা। ‘হু’ জানিয়েছে, ২০২২ সাল থেকে আফ্রিকায় এ ধরনের রোগ দ্রুত বাড়ছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে