Explosion in Jakarta

নমাজ় চলাকালীন জাকার্তার মসজিদে বিস্ফোরণ, কারও মাথা ফাটল, ঝলসে গিয়েছে কারও শরীর! আহত অন্তত ৫৪

স্থানীয় পুলিশ জানিয়েছে, উত্তর জাকার্তার কেলাপা গাদিলিঙের এক স্কুল কমপ্লেক্সের ভিতরে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। কী ভাবে বিস্ফোরণ হল, কে বা কারা এই ঘটনার নেপথ্যে জড়িত, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ১৫:১৭
Share:

জাকার্তার মসজিদে বিস্ফোরণের পর ঘিরে ফেলেছে পুলিশ। ছবি: রয়টার্স।

স্কুল কমপ্লেক্সের মধ্যে এক মসজিদে শুক্রবারের নমাজ় চলাকালীন বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। বিস্ফোরণের ঘটনায় ৫০ জনের বেশি আহত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন স্কুল শিক্ষক এবং পড়ুয়াও।

Advertisement

স্থানীয় পুলিশ জানিয়েছে, উত্তর জাকার্তার কেলাপা গাদিলিঙের এক স্কুল কমপ্লেক্সের ভিতরে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। কী ভাবে বিস্ফোরণ হল, কে বা কারা এই ঘটনার নেপথ্যে জড়িত, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় পুলিশপ্রধান আসেপ এদি সুহেরি জানিয়েছেন, গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে।

পুলিশপ্রধান জানান, শুক্রবার দুপুর (ভারতীয় সময়) পর্যন্ত অন্তত ৫৪ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অনেকের শরীরই ঝলসে গিয়েছে। কারও মাথা ফেটেছে। অনেকের আঘাত গুরুতর। তবে বিস্ফোরণের ঘটনায় মসজিদের সে ভাবে বড় কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে দুপুর সাড়ে ১২টা নাগাদ (স্থানীয় সময়)। বিস্ফোরণের পর পরই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ বাহিনী। অ্যাম্বুল্যান্স এবং দমকলও রয়েছে ওই স্কুল চত্বরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement