Protest

জনতার বিক্ষোভ বাড়ছে তাইল্যান্ডে

তাইল্যান্ডে প্রধানমন্ত্রী প্রয়ুথ চান ও’ চা-র সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে মাস তিনেক ধরে।

Advertisement

সংবাদ সংস্থা

ব্যাঙ্কক শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২০ ০৫:১৪
Share:

ছবি: এএফপি।

বিক্ষোভের উপরে নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে আজ ব্যাঙ্ককের দুই গুরুত্বপূর্ণ কেন্দ্র ‘ভিকট্রি মনুমেন্ট’ ও ‘অশোক’—দখল করে নিলেন সরকার-বিরোধী বিক্ষোভকারীরা। মুখে ‘একনায়কতন্ত্র নিপাত যাক’ ও ‘রাজতন্ত্রের সংস্কার চাই’ স্লোগান।

Advertisement

তাইল্যান্ডে প্রধানমন্ত্রী প্রয়ুথ চান ও’ চা-র সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে মাস তিনেক ধরে। বিক্ষোভকারীদের অভিযোগ, সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখলের পরে ২০১৪ সালে অসাংবিধানিক উপায়ে ভোট করিয়ে ক্ষমতা দখল করেছেন প্রাক্তন সামরিক শাসক প্রয়ুথ। জলকামান ব্যবহার, এমনকি মেট্রো রেল বন্ধ রেখেও বিক্ষোভকারীদের জমায়েত বন্ধ করা যায়নি। দেশের অন্য অংশেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ।

আজ ব্যাঙ্ককে বৃষ্টির মধ্যে রঙিন ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় হাজার হাজার বিক্ষোভকারীকে। বন্দি বিক্ষোভকারীদের মুক্তির দাবির সমর্থনে প্ল্যাকার্ডও দেখা যায় তাঁদের হাতে। আজ জমায়েত ভাঙার কোনও চেষ্টা করেনি পুলিশ।

Advertisement

তাইল্যান্ডে রাজতন্ত্রের সমালোচনা দমন করতে কড়া আইন রয়েছে। কিন্তু রাজা মহা ভজিরালংকর্নের জমানায় রাজতন্ত্রে সংস্কারের দাবি ক্রমশ প্রবল হচ্ছে। এই পরিস্থিতিতে প্রয়ুথ সরকার জানিয়েছে, তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে চায়। তা না হলে বিক্ষোভের সুযোগে কিছু শক্তি হিংসা ছড়াতে পারে বলে আশঙ্কা প্রধানমন্ত্রীর। রাজপরিবারের তরফে অবশ্য এখনও মন্তব্য করা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন