Hippopotamus

হ্রদের ধারে খেলছিল শিশু,আচমকা তাকে গিলে ফেলল জলহস্তী, তার পর...

এক দু’বছরের শিশুকে গিলে ফেলল একটি জলহস্তী। দেখা মাত্রই জলহস্তীটিকে লক্ষ্য করে পাথর ছোড়েন স্থানীয়রা। তার পরই যা হল...

Advertisement

সংবাদ সংস্থা

কাম্পালা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ ১৭:২৫
Share:

দু’বছরের এক শিশুকে গিলে ফেলল জলহস্তী। প্রতীকী ছবি।

এ যেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা! ২ বছরের এক শিশুকে গিলে ফেলেছিল একটি দৈত্যাকার জলহস্তী। তার পর মুখ থেকে ওই শিশুটিকে উগরেও দেয় সে। এমন ঘটনাটি ঘটেছে উগান্ডায়।

Advertisement

এমন ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে চলতি বছরের এপ্রিল মাসে। তবে সম্প্রতি এই খবর প্রকাশ্যে এসেছে। ঘটনার দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। সমাজমাধ্যমে ছড়িয়েছে ভিডিয়ো। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

এডওয়ার্ডস হ্রদে জলহস্তীর আক্রমণের মুখে পড়ে শিশুটি। হ্রদের কাছেই শিশুটির বাড়ি। নিজের বাড়ির বাইরে খেলছিল সে। খেলতে খেলতে হ্রদের কাছে চলে গিয়েছিল ওই শিশুটি। তার পরই জলহস্তীর আক্রমণের মুখে পড়ে সে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিশুটির অর্ধেক দেহ গিলে ফেলেছিল জলহস্তী। এমনটা দেখে স্থানীয়রা পাথর ছোড়েন জলহস্তীর দিকে। তার পরই বাচ্চাটিকে মুখ থেকে বার করে ছুড়ে ফেলে জলহস্তী। শিশুটিকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শিশুটির দেহে ঠিক কী ধরনের আঘাত লেগেছে, তা জানা যায়নি। তাকে জলাতঙ্কের প্রতিষেধক দেওয়া হয়েছে।

কেউ কেউ দাবি করেছেন, জলহস্তীটি আসলে শিশুটিকে নিয়ে খেলছিল। শিশুটিকে খাওয়ার উদ্দেশ্য ছিল না তার। কারণ, জলহস্তী নিরামিষাশি। তবে ভয় পেলে তারা মানুষের উপরও আক্রমণ করে। আফ্রিকায় জলহস্তীর আক্রমণে বছরে প্রায় ৫০০ জনের মৃত্যু হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন