International

মধ্য ইতালিতে প্রবল ভূমিকম্প, ‘নিশ্চিহ্ন’ আস্ত একটা শহর

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য ইতালি। স্থানীয় সময় বুধবার ভোরের এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.২। ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ অন্তত ১৫০। সবচেয়ে খারাপ অবস্থা মধ্য ইতালির আমাত্রিস শহরের। শহরের বেশির ভাগ বাড়ি ভেঙে গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৬ ১১:৪৪
Share:

বিধ্বস্ত আমাত্রিস। ছবি: রয়টার্স।

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য ইতালি। স্থানীয় সময় বুধবার ভোরের এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.২। ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ অন্তত ১৫০। সবচেয়ে খারাপ অবস্থা মধ্য ইতালির আমাত্রিস শহরের। শহরের বেশির ভাগ বাড়ি ভেঙে গিয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে বহু মানুষের আটকে থাকার আশঙ্কার কথা জানিয়ে আমাত্রিসের মেয়র টুইট করেছেন, আস্ত শহরটাই যেন নিখোঁজ হয়ে গিয়েছে।

Advertisement

মার্কিন ভূতাত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রোম থেকে ১৫০ কিলোমিটার দূরে ছিল ভূকম্পের কেন্দ্রস্থল। মৃতদের মধ্যে চার জন আমাত্রিসের বাসিন্দা। ক্ষতিগ্রস্ত হয়েছে নরসিয়া, পেরুজিয়া, আমব্রিয়ার মতো শহরগুলিও।

আমাত্রিসের মেয়র সের্জিও পিরোজ্জি বলেন, “শেষ রাতের দিকে পুরো শহরটা দুলতে শুরু করে। বাসিন্দারা ভয়ে রাস্তায় বেড়িয়ে পড়েন। চেখের সামনেই বাড়িগুলি গুঁড়িয়ে যাচ্ছিল। ওই অন্ধকারেই একটি বাড়ির মধ্যে এক পরিবারের চার জনের দেহ দেখতে পেয়েছি। শহরটা প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এখনও ধ্বংসস্তূপের নীচে প্রচুর মানুষ আটকে রয়েছেন।”

Advertisement

নরসিয়া এবং আমব্রিয়াতেও বেশ কয়েকটি বড় বাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।

আরও পড়ুন:
মসুল পুনরুদ্ধারের জন্য এগোচ্ছে ইরাকি সেনা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement