মাইক্রোসফ্‌টে ছাঁটাইয়ের ঘোষণা

খরচ কমাতে বড়সড় ছাঁটাইয়ের কথা ঘোষণা করল মাইক্রোসফ্‌ট সংস্থা। মোট কর্মীর প্রায় ১৪ শতাংশ বা ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে সংস্থাটির। প্রধানত সংস্থাটির হার্ডওয়্যার বিভাগ থেকেই ছাঁটাই হচ্ছে। বাদ যাবে না স্মার্টফোন বিভাগও। জুন মাসেই নকিয়ার প্রাক্তন প্রধান স্টিফেন ইলোপ-সহ তিন জন উচ্চপদস্থ কর্তা মাইক্রোসফ্‌ট ছেড়ে যান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৫ ২০:২২
Share:

খরচ কমাতে বড়সড় ছাঁটাইয়ের কথা ঘোষণা করল মাইক্রোসফ্‌ট সংস্থা। মোট কর্মীর প্রায় ১৪ শতাংশ বা ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে সংস্থাটির। প্রধানত সংস্থাটির হার্ডওয়্যার বিভাগ থেকেই ছাঁটাই হচ্ছে। বাদ যাবে না স্মার্টফোন বিভাগও। জুন মাসেই নকিয়ার প্রাক্তন প্রধান স্টিফেন ইলোপ-সহ তিন জন উচ্চপদস্থ কর্তা মাইক্রোসফ্‌ট ছেড়ে যান। ক্লাউড কম্পিউটিং এবং স্মার্টফোনের জন্য সফ্‌টওয়্যার তৈরিতেই জোর দিতে চায় মাইক্রোসফ্‌ট। চলতি মাসের শেষের দিকে আসছে উইন্ডোজের নতুন সংস্করণ। এটি একই সঙ্গে কম্পিউটার, ট্যাব ও স্মার্টফোনে কাজ করবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন