International News

দলাই লামার সঙ্গে সাক্ষাত্ ‘চরম অপরাধ’, হুঁশিয়ারি চিনের

এ ব্যাপারে নির্দিষ্ট করে কোনও দেশের নাম না করলেও, কূটনৈতিক মহলের ধারণা, পরোক্ষে ভারতের কথাই বলতে চেয়েছেন ঝ্যাং।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৭ ১৮:৫২
Share:

দলাই লামা। ছবি: সংগৃহীত।

দলাই লামার সঙ্গে দেখা করাকে ‘গর্হিত অপরাধ’ বলেই মনে করবে চিন। আন্তর্জাতিক মহলের উদ্দেশে এমন হুঁশিয়ারিই দিল তারা।

Advertisement

আরও পড়ুন: টিপু সুলতান জন্মজয়ন্তীতে যেতে অস্বীকার করলেন কেন্দ্রীয় মন্ত্রী

ইউনাইটে়ড ফ্রন্ট ওয়ার্ক ডিপার্টমেন্ট অব দ্য কমিউনিস্ট পার্টি-র এগজিকিউটিভ ভাইস মিনিস্টার ঝ্যাং জিজিয়ং‌ এ প্রসঙ্গে বলেন, “কোনও দেশ বা কোন সংগঠন যদি দলাই লামার সঙ্গে দেখা করে, তা হলে সেটা চিনের ভাবাবেগে আঘাত করার সমানই হবে। শুধু তাই নয়, সেই সাক্ষাত্‌কে একটা গুরুতর অপরাধ বলেই ধরে নেব আমরা।”

Advertisement

এ ব্যাপারে নির্দিষ্ট করে কোনও দেশের নাম না করলেও, কূটনৈতিক মহলের ধারণা, পরোক্ষে ভারতের কথাই বলতে চেয়েছেন ঝ্যাং। ভারতে দলাই লামার আসা-যাওয়া, এখানকার বিভিন্ন নেতাদের সঙ্গে তাঁর সাক্ষাত্— এ নিয়েও বার বার প্রতিবাদ জানিয়ে এসেছে চিন।

আরও পড়ুন: মিউনিখে ছুরি নিয়ে দুষ্কৃতী হামলা, আহত বহু

ঝ্যাং জানান, দলাই লামাকে এক জন ‘বিচ্ছিন্নতাবাদী’ হিসাবেই মনে করে চিন। ১৯৫৯ সালে চিন থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি। ঝ্যাঙের মতে, দলাইয়ের আসল উদ্দেশ্য তিব্বতকে চিন থেকে আলাদা করা। কয়েক দশক ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছেন তিনি। দলাই লামার সঙ্গে বিশ্বের বিভিন্ন নেতাদের সাক্ষাৎ করা নিয়ে বরাবরই প্রতিবাদ জানিয়ে এসেছে চিন। এ বার আরও এক ধাপ এগিয়ে আন্তর্জাতিক মহলকে সরাসরি হুঁশিয়ারি-ই দিল তারা।

ঝ্যাং মনে করিয়ে দিয়েছেন, কোনও দেশ যদি চিনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়, তা হলে দলাই লামার থেকে দূরে থাকাই ভাল। লামা কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, এক জন ধর্মীয় ব্যক্তিত্ব— এমন যুক্তি দেখিয়ে কিছু দেশের সরকারি আধিকারিকরা ব্যক্তিগত উদ্যোগে তাঁর সঙ্গে দেখা করেন। ঝ্যাঙের দাবি, এটা ঠিক নয়। কারণ যে আধিকারিক দেখা করছেন, তিনি সেই দেশের সরকারের এক জন প্রতিনিধি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement