সৌদিতে মিশেল ইস্যু ট্রাম্পের দিকেই ব্যুমেরাং

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে সৌদি আরবের রাজধানী রিয়াধে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার সফরের প্রথম দিনই বিতর্ক জড়িয়েছেন ট্রাম্প-দম্পতি। সৌদি আরবে এসে মেলানিয়া ট্রাম্প মাথা না ঢাকায় শুরু হয়েছে বিতর্ক। তবে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মে ২০১৭ ২১:০০
Share:

কিঙ্গ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে স্ত্রী মেলানিয়ার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে সৌদি আরবের রাজধানী রিয়াধে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার সফরের প্রথম দিনই বিতর্ক জড়িয়েছেন ট্রাম্প-দম্পতি। সৌদি আরবে এসে মেলানিয়া ট্রাম্প মাথা না ঢাকায় শুরু হয়েছে বিতর্ক। তবে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

অনেকটা নিজেরই খোঁড়া গর্তে পড়তে হল তাঁকে। যে গর্ত তিনি খুঁড়ে রেখেছিলেন দু’বছর আগে। ২০১৫-য় সৌদি রাজা আবদুল্লার মৃত্যুর পর শেষকৃত্যে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফরসঙ্গী হয়ে রিয়াধ এসেছিলেন তাঁর স্ত্রী মিশেল ওবামাও। তিনিও সে সময় মাথা ঢাকেননি। সেই ঘটনাকে বিরাট বড় ইস্যু করে নেটদুনিয়া তোলপাড় করেছিলেন ট্রাম্প। টুইটারে মিশেলকে খোঁচাও দিয়েছিলেন তিনি। সেই সময়ে ট্রাম্প টুইটারে লেখেন, ‘‘সৌদি আরবে গিয়ে মিশেল ওবামা তাঁর মাথা স্কার্ফ দিয়ে ঢাকতে রাজি হননি। অনেকেই তাঁর এই পদক্ষেপকে সাধুবাদ দিচ্ছেন। কিন্তু এটা সৌদি আরবের জন্য অপমানজনক। আমাদের এমনিতেই শত্রুর সংখ্যা যথেষ্ঠ।’’ দু’বছর পর ট্রাম্পের স্ত্রী-ও সেই রীতি মানতে অস্বীকার করে একই পথে হেঁটেছেন। আর বিতর্কের সূত্রপাত এর পর থেকেই। অনেকেই ট্রাম্পের সে দিনের টুইটার পোস্টটি তুলে ধরে মেলানিয়ার একই ধরনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।

!

Advertisement

আরবে প্রকাশ্যে মহিলাদের পোশাক পরার ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ রয়েছে। বাইরে বের হলে মহিলাদের ঢোলা পোশাক বা আবায়া এবং মাথা ঢাকা রাখাই ইসলাম দেশের রীতি। পা পর্যন্ত কালো রঙের ঢিলে পোশাক পরলেও এ দিন নিজের বাদামি চুল খোলাই রাখেন মেলানিয়া। রিয়াধের কিঙ্গ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে যখন বিমান থেকে নেমে আসেন মার্কিন ফার্স্ট লেডি।

আরও পড়ুন: রিয়াধে কাল ট্রাম্প-শরিফ মুখোমুখি বৈঠক হতে পারে

সাধারণত অন্য দেশের মহিলা প্রধান বা নেত্রীরা মুসলিম দেশে মাথা ঢেকে রাখেন। তবে এর ব্যতিক্রমও আছে। এ বছরের শুরুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলও সৌদি আরবে এসে মাথা ঢাকা রাখতে অসম্মতি জানিয়েছিলেন। টেরেসা মে সে সময় জানিয়েছিলেন, তিনি মহিলাদের আদর্শ হতে চান। তাই এই ধরনের রীতি তাঁর পক্ষে মানা সম্ভব নয়। একই ভাবে আরও এক প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি লরা বুশ এবং ওবামার বিদেশসচিব হিলারি ক্লিন্টনও স্কার্ফ দিয়ে মাথা ঢাকেননি সৌদি আরব সফরে গিয়ে।

ডোনাল্ড ট্রাম্পের সেই টুইট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন