International news

পাকিস্তানের দরগায় বেহুঁশ করে, নগ্ন করে কুপিয়ে খুন ২০ জনকে

প্রার্থনা করতে দরগায় আসা ২০ জনকে বেহুঁশ করে, জামাকাপড় খুলে ছুরি দিয়ে কুপিয়ে খুন করল এক ব্যক্তি। শনিবার পাকিস্তানের সারগোঢার ঘটনা। আব্দুল ওয়াহিদ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আব্দুল ওই দরগায় দেখাশোনার কাজ করত বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ১৪:৪৫
Share:

তখনও বেঁচে তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এক জখম ব্যক্তিকে।

প্রার্থনা করতে দরগায় আসা ২০ জনকে বেহুঁশ করে, জামাকাপড় খুলে ছুরি দিয়ে কুপিয়ে খুন করল এক ব্যক্তি। শনিবার পাকিস্তানের সারগোঢার ঘটনা। আব্দুল ওয়াহিদ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আব্দুল ওই দরগায় দেখাশোনার কাজ করত বলে জানিয়েছে পুলিশ। ওই ঘটনায় তাকে সাহায্য করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও ৪ জনকে।

Advertisement

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আব্দুল মানসিক ভারসাম্যহীন। তার জন্যই সে এমন কাণ্ড ঘটিয়েছে।

সারগোঢা থানার ডিসিপি লিয়াকত আলি চাত্তা জানান, রোজকারের মতোই দরগায় প্রার্থনার জন্য আসেন ওই ২০ জন। প্রতি দিনের মতোই আগে থেকেই সেখানে ছিল আব্দুল। পুলিশের অনুমান, ওই ২০ জনের খাবারে কিছু মিশিয়ে দেয় সে। তবে প্রার্থনার আগে কেন খাবার খেতে গেলেন তাঁরা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। খাবার খাওয়ার পরই বেহুঁশ হয়ে পড়েন তাঁরা। এর পর তাঁদের নগ্ন করে দেয় সে। সেই অবস্থাতেই ছুরি দিয়ে কোপাতে থাকে তাঁদের। এ ভাবে একের পর এক কুড়ি জনকে খুন করে সে।

Advertisement

আরও পড়ুন: বিছানাতেই ফোন চার্জে বসিয়ে ঘুম, যুবকের গলায় থার্ড ডিগ্রি বার্ন!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement