সংবাদপত্রের শিরোনাম গুডবাই। ছবি: রয়টার্স।
দেশের সাংবাদিকদের উপরে হিংসা এবং সেই ঘটনায় দোষীদের শাস্তি না দেওয়ার অভিযোগ ছিল অনেক দিন ধরেই। তার জেরে এ বার মেক্সিকো সিটির একটি সংবাদপত্র তার প্রকাশনা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে। দৈনিকটির সম্পাদকীয়তে গত কাল জানানো হয়েছে, রবিবারের সংস্করণই শেষ। আর ছাপা হবে না ‘নর্তে দে সিউদাদ জুয়ারেজ।’ কাগজটির ডিজিটাল সংস্করণও শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
চিহুয়াহুয়া শহরে এই দৈনিকের হয়ে কাজ করতেন মিরোস্লাভা ব্রিচ নামে এক মহিলা। গত মাসে মেক্সিকোয় যে তিন সাংবাদিক খুন হন, মিরোস্লাভা তাঁদের এক জন। সংগঠিত অপরাধ এবং রাজনৈতিক নেতাদের যোগসাজশ নিয়ে বিস্তারিত লেখালেখি করতেন এই সাংবাদিক। বাড়ির বাইরে গা়ড়ির ভেতরে পর পর আটটি গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় মিরোস্লাভার শরীর। সে সময়ে সঙ্গে তাঁর সন্তান গাড়িতে থাকলেও ভাগ্যক্রমে বেঁচে যায়। হত্যাকারী মহিলা সাংবাদিককে মেরে একটি চিরকুটে লিখে যায়: ‘বাড়াবাড়ির জন্য।’
সাম্প্রতিক এই ঘটনার পরে দৈনিকটির সম্পাদক বলেছেন, ‘‘সমালোচনামূলক, নিরপেক্ষ সাংবাদিকতা করার মতো কোনও নিরাপত্তা নেই এখানে। জীবনে সব কিছুর শুরু এবং শেষ আছে। তার জন্য মূল্য চোকাতে হয়। কিন্তু সেটা কারও প্রাণের বিনিময়ে হতে থাকলে তো চলবে না। আমার প্রতিবেদকদের আর সেই মূল্য দিতে দেব না।’’
১৯৯২ সাল থেকে মেক্সিকোয় ৩৫ জন সাংবাদিক নিজের কাজের জন্য খুন হয়েছেন। এঁদের মধ্যে অনেককে ভয়ঙ্কর নির্যাতনের পরে হত্যা করা হয়েছে বলে দাবি এ দেশের সাংবাদিকদের সুরক্ষায় নিযুক্ত কমিটির। সম্প্রতি মিরোস্লোভা খুন হওয়ার পরে পথে নেমে প্রতিবাদ জানান বহু সাংবাদিক। চিহুয়াহুয়ার গভর্নরের বক্তব্য, সংগঠিত অপরাধ দমনের মতো পরিকাঠামো নেই সরকারের।