International News

কর্মীদের ‘সবুজ’ রাখতে গাছবাড়ি বানাল মাইক্রোসফ্ট

সেই গাছবাড়ি অফিসটি বানানো হয়েছে বিশিষ্ট স্থপতি পেট নেলসনের নকশামাফিক।

Advertisement

সংবাদ সংস্থা

রেডমন্ড শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৭ ১৮:৩৩
Share:

মাইক্রোসফ্টের সেই গাছবাড়ি। সৌজন্যে: মাইক্রোসফ্ট।

কর্মচারীদের জন্য অভিনব অফিস বানিয়েছে মাইক্রোসফ্ট। আমেরিকায় সংস্থার ‘রেডমন্ড’ ক্যাম্পাসে।

Advertisement

সেই অফিস আদতে ‘গাছবাড়ি’। একটি নয়, তিনটি।

কর্মচারীরা যাতে হাত, পা ছড়িয়ে খুশিতে কাজ করতে পারেন, তাঁদের সৃজনশীলতার প্রকাশ যাতে হয় আরও বেশি করে, সেই লক্ষ্যেই ওই গাছবাড়ি বানিয়েছে মাইক্রোসফ্ট।

Advertisement

সেই গাছবাড়ি অফিসটি বানানো হয়েছে বিশিষ্ট স্থপতি পেট নেলসনের নকশামাফিক। এই গ্রীষ্মেই বানানো হয়েছে সেটি।

৫০০ একর জমির গোটা ক্যাম্পাসটাই বানানো হয়েছে গাছ দিয়ে। তার মধ্যে দু’টি গাছবাড়ি রয়েছে পাশাপাশি।

আরও পড়ুন- আগামী সপ্তাহেই আমেরিকায় হামলার ছক উত্তর কোরিয়ার: রিপোর্ট​

আরও পড়ুন- মসুলের পর এ বার রাক্কাতেও পতন হতে চলেছে আইএসের​

১২ ফুট উঁচু ওই গাছবাড়িগুলির দেওয়াল পোড়া কাঠের। বাইরের ওয়াই-ফাই নেটওয়ার্কও কাজ করবে সেখানে। কর্মচারীরা যেখানে কাজ করবেন, সেই বেঞ্চগুলির কোনও ক্ষতি হবে না শীত, গ্রীষ্ম, বর্ষায়। একেবারে ‘ওয়েদারপ্রুফ’’!

সেখানে রয়েছে একটি ক্যাফেটেরিয়াও। রয়েছে একটি বারবিকিউ রেস্তোরাঁও। মেঝেটা এমন ভাবে বানানো হয়েছে যাতে দৃষ্টিহীন কর্মচারীদেরও আসা, যাওয়া করতে কোনও অসুবিধা না হয়। গাছবাড়িতে কর্মচারীদের জন্য যে চেয়ারগুলি রয়েছে, সেগুলিতে মরচে পড়বে না কোনও দিনই। বাইরে রয়েছে গ্যাসের ফায়ার প্লেস। সেই অফিসের সামনের লনে সূর্যের আলো পড়লে ফুটে ওঠে মাইক্রোসফ্টের লোগো।

তিনটি গাছবাড়ির মধ্যে দু’টি কর্মচারীদের জন্য। তৃতীয়টি একটি লাউঞ্জ। যা এ বছরের শেষে চালু হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন