চড়া সুরে পাক নিন্দা পেন্সের

কাল আচমকা আফগানিস্তান সফরে যান পেন্স। আফগানিস্তানে কর্মরত মার্কিন সেনা বাহিনীর সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৭ ০৩:০৪
Share:

অ্যাবটাবাদের বিশাল বাড়িতে ঘাঁটি গেড়ে থাকা ওসামা বিন লাদেনকে পাকিস্তানে ঢুকে মেরে এসেছিল আমেরিকার সেনার বিশেষ দল নেভি সিল। ভবিষ্যতে প্রয়োজনে মার্কিন সেনা যাতে ফের এমন অভিযান করতে পারে, প্রেসিডেন্ট ট্রাম্প সেই অনুমতি তাঁদের দিয়ে রেখেছেন বলে জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। সেই সঙ্গেই তাঁর বক্তব্য, সন্ত্রাস দমনের প্রশ্নে পাকিস্তানকে আরও এক বার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

কাল আচমকা আফগানিস্তান সফরে যান পেন্স। আফগানিস্তানে কর্মরত মার্কিন সেনা বাহিনীর সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। বড়দিনের আগাম শুভেচ্ছা জানিয়ে বাহিনীর মনোবল বাড়ানোই ছিল তাঁর ওই ‘সারপ্রাইজ’ সফরের মূল উদ্দেশ্য। সেই সঙ্গেই পেন্স বৈঠক সারেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এব‌ং প্রধানমন্ত্রী আবদুল্লা আবদুল্লার সঙ্গে। তবে আফগানিস্তানের বাগরাম সেনা ঘাঁটিতে দাঁড়িয়ে পেন্স আরও এক বার স্পষ্ট করে দিয়েছেন গোটা দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের ভূমিকায় একেবারেই সন্তুষ্ট নয় মার্কিন প্রশাসন। তাঁর সাফ বক্তব্য, ‘‘ইসলামাবাদকে আরও কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।’’

বাগরাম ঘাঁটিতে মার্কিন সেনা বাহিনীর সামনে দাঁড়িয়ে পেন্স বলেন, ‘‘আমেরিকার সঙ্গে হাতে হাত মিলিয়ে সন্ত্রাসবাদ দমনের কাজ করলে আখেরে পাকিস্তানেরই লাভ। তার বদলে তারা যদি তালিবান, হক্কানি গোষ্ঠী বা লস্করের মতো জঙ্গি গোষ্ঠীগুলিকে প্রশ্রয় দেয়, তার কুফলও কিন্তু ইসলামাবাদকেই ভুগতে হবে।’’

Advertisement

পেন্সের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামবাদ। পাক বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘মিত্র পক্ষকে কেউ কখনও হুঁশিয়ারি দেয় না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন