শহরে ঢুকছে লাখো লাখো মাকড়সা, মার্কিন মুলুকে আতঙ্ক

শরণার্থী সমস্যায় মার্কিনরা বুঝি এ বার বাস্তুহারা হতে চলেছে! জঙ্গি হানার আশঙ্কায় নয়, লাখো লাখো মাকড়সার ভয়ে! লক্ষ লক্ষ মাকড়সা আমেরিকার মেমফিস শহরে ঢুকে পড়ছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৫ ১৪:৪৯
Share:

শরণার্থী সমস্যায় মার্কিনরা বুঝি এ বার বাস্তুহারা হতে চলেছে! জঙ্গি হানার আশঙ্কায় নয়, লাখো লাখো মাকড়সার ভয়ে!

Advertisement

লক্ষ লক্ষ মাকড়সা আমেরিকার মেমফিস শহরে ঢুকে পড়ছে। ছড়িয়ে পড়ছে ওই শহরের ঘরে ঘরে। ইনসেক্টিসাইডেও কোনও কাজ হচ্ছে না। যার জেরে রীতিমতো ঘর ছেড়ে পালানোর জোগার হয়েছে তাঁদের।

কোথা থেকে আসছে এত মাকড়সা?

Advertisement

মেমফিস জু-র কিউরেটর স্টিভ রেইচলিং জানান, এতে আতঙ্কের কিছুই নেই। ‘মাস ডিসপারসল’ বা এক সঙ্গেই ছড়িয়ে পড়ার জন্যই এই ঘটনা। তবে মাকড়সার এই প্রজাতি সম্পূর্ণ অক্ষতিকারক বলে তিনি জানান। কী কারণে তাদের হঠাৎ মাস ডিসপারসল হয়েছে তা অবশ্য এখনও জানা যায়নি।

তবে কিউরেটর যাই বলুন না কেন। মাকড়সা নিয়ে নাস্তানাবুদ শহরের বাসিন্দারা। বিশেষ করে বাচ্চাদের নিয়েই উদ্বিগ্ন তাঁরা। গতকালই বিছানার উপরে ২০টি মাকড়সা দেখেছেন ইদা মরিস নামে এক বাসিন্দা। বলেন, ‘‘যেখানেই তাকাই মাকড়সার দল ঘুরে বেড়াচ্ছে। কিছুতেউ তাড়ানো যাচ্ছে না। ঘরে থাকতে ভয় পাচ্ছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন