Italy

যান্ত্রিক ত্রুটিতে ভাসল ভেনিস

সমুদ্রতল থেকে ১.৩৭ মিটার উঁচু জলস্তরের তলায় এখন ভেনিসের জনপ্রিয় সেন্ট মার্ক স্কোয়ার। এটি ভেনিসের সবচেয়ে নীচু এলাকাগুলির মধ্যে একটি।

Advertisement

সংবাদ সংস্থা

ভেনিস শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ০৪:৫০
Share:

জলমগ্ন ভেনিস। রয়টার্স

সমুদ্রতল থেকে উচ্চতা খুব বেশি না হওয়ায়, জোয়ারের জল বাড়লেই জলমগ্ন হয়ে পড়ে ইটালির উপকূলবর্তী শহর ভেনিস। ঘন ঘন বন্যা আটকাতে সম্প্রতি একটি স্বয়ংক্রিয় বন্যা-রোধী ব্যবস্থা চালু করেছিল ভেনিস প্রশাসন। গত অক্টোবরে বিপুল খরচে তৈরি ‘এমওএসই’ নামে ওই ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এত দিন ঠিকই চলছিল। কিন্তু মঙ্গলবার যান্ত্রিক ত্রুটির কারণে সেটি চালু হয়নি। ফলে সে দিন বিকেল থেকে ফের জলমগ্ন ইটালির ঐতিহ্যবাহী শহরটি।

Advertisement

সমুদ্রতল থেকে ১.৩৭ মিটার উঁচু জলস্তরের তলায় এখন ভেনিসের জনপ্রিয় সেন্ট মার্ক স্কোয়ার। এটি ভেনিসের সবচেয়ে নীচু এলাকাগুলির মধ্যে একটি। বাকি জায়গায় জল আটকাতে পুরনো পন্থাই ভরসা। বাড়ি আর দোকানের মুখগুলি কাঠের পাটাতন দিয়ে আটকে দিয়েছেন বাসিন্দারা। তুলে রাখা রাবারের বুটজোড়া ফের টেনে বার করেছেন অনেকে।

জলমগ্ন ভেনিস বাসিন্দাদের কাছে নতুন কিছু নয়। তবু নয়া যন্ত্র বসানোর পরে পরিস্থিতি বদলের আশা করেছিলেন অনেকেই। মঙ্গলবারের যান্ত্রিক গোলযোগ সেই আশায় জল ঢেলেছে।

Advertisement

‘এমওএসই’ নামে এই বিশেষ ব্যবস্থা খানিকটা কৃত্রিম মেধায় নিয়ন্ত্রিত হয়। জলস্তর বাড়ার আগাম বার্তা পেলেই স্বয়ংক্রিয় যন্ত্রটি চালু হয়ে যায়। আধ ঘণ্টার মধ্যে শহরটিকে কৃত্রিম বাঁধের মাধ্যমে বাইরের জলস্তর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। স্বাভাবিকের থেকে তিন মিটার পর্যন্ত জলস্তর বাড়লে ব্যবস্থাটি কার্যকর থাকে। মঙ্গলবারের ঘটনায় সংবাদমাধ্যমে ভেনিসের মেয়র জানান, এ দিনের জলস্তর বাড়ার পূর্বাভাসে ভুল তথ্য ছিল। বার্তা ছিল ১.২ মিটার পর্যন্ত জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বাস্তবে জল বেড়েছে অনেক বেশি। ফলে সময়মতো ব্যবস্থাটি চালু করা যায়নি। আর তাতেই বিপত্তি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন