এ বার রাষ্ট্রপুঞ্জেরও সংস্কার চাইলেন মোদী

এ বার রাষ্ট্রপুঞ্জের সংস্কার চাইলেন ভারতের প্রধানমন্ত্রী। রাষ্ট্রপুঞ্জ যাতে কয়েকটি ‘শক্তিশালী’ দেশের ‘কুক্ষিগত’ হয়ে না পড়ে, পরোক্ষে তার ইঙ্গিত দিয়ে, রাষ্ট্রপুঞ্জে আরও বেশি গণতন্ত্র ও সমানাধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৫ ১৩:০৫
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপুঞ্জে।– এপি।

এ বার রাষ্ট্রপুঞ্জের সংস্কার চাইলেন ভারতের প্রধানমন্ত্রী। রাষ্ট্রপুঞ্জ যাতে কয়েকটি ‘শক্তিশালী’ দেশের ‘কুক্ষিগত’ হয়ে না পড়ে, পরোক্ষে তার ইঙ্গিত দিয়ে, রাষ্ট্রপুঞ্জে আরও বেশি গণতন্ত্র ও সমানাধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

হিন্দিতে দেওয়া তাঁর ১৮ মিনিটের ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ‘নিরাপত্তা পরিষদ-সহ গোটা রাষ্ট্রপুঞ্জেরই আশু সংস্কার প্রয়োজন। বিশ্বের সব মানুষের কাছে রাষ্ট্রপুঞ্জের বিশ্বাসযোগ্যতা ও বৈধতা বাড়ানোর জন্যই এটা প্রয়োজন।’ সাধারণ সভার বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে রাষ্ট্রপুঞ্জের সংস্কারের পক্ষে জোরালো সওয়াল করতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, নিরাপত্তা পরিষদের দরজাটা অন্য দেশগুলির জন্যও খুলে দিতে হবে। নিরাপত্তা পরিষদে পূর্ণ সদস্য হওয়ার জন্য ভারত যে এ বার জোরালো দাবি জানাবে, তার ইঙ্গিত মিলেছিল আগেই। কারণ, ভারতের বহু দিনের এই দাবিকে এ বার সাধারণ সভার অধিবেশনে সমর্থন করতে রাজি হয়েছে ‘জি-৪’ গোষ্ঠীর অন্য সদস্য-দেশ জার্মানি, জাপান, ব্রাজিলও। বিশ্ব অর্থনীতিতে আগুয়ান দুই দেশ জার্মানি ও জাপান এখনও রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে পূর্ণ সদস্য হতে পারেনি। তাই ‘জি-৪’ গোষ্ঠীর সদস্যরা এ বার আগেই ঠিক করেছিল, সাধারণ সভার অধিবেশেন তারা তাদের পূর্ণ সদস্যপদ পাওয়ার দাবি জানানোর পাশাপাশি ভারতের দাবিকেও জোরালো ভাবে সমর্থন করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement