Hongqi Bridge Collapse

পাহাড়ি ধসে ভাঙল দু’মাস আগে চালু হওয়া সেতু! তিব্বতের নিয়ন্ত্রণরেখায় একাংশে চিন সেনার যোগাযোগ বিচ্ছিন্ন

গিরিখাতের তলদেশ থেকে প্রায় ৬৫২ মিটার উঁচুতে তৈরি ৭৫৮ মিটার দীর্ঘ হংকি সেতুটি নির্মাণের কাজ শেষ হয়েছিল চলতি বছরের গোড়ায়। সেপ্টেম্বরে সেটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৬:৩৫
Share:

ভেঙে পড়েছে হংকি সেতুর একাংশ। ছবি: সংগৃহীত।

দু’দিকে খাড়া পাহাড়। মাঝ দিয়ে বয়ে গিয়েছে নদী। আর তারই উপর দিয়ে অধিকৃত তিব্বতের সঙ্গে সংযোগরক্ষাকারী মূল সেতুটি বানিয়েছিল চিন। কিন্তু মঙ্গলবার পাহাড় ভেঙে নেমে আসা টন টন পাথরের আঘাতে দু’মাস আগে চালু হওয়া সেই হংকি সেতুর একাংশ চুরমার হয়ে গিয়েছে! ফলে তিব্বতের একাংশের সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে মূল চিনা ভূখণ্ডের।

Advertisement

কমিউনিস্ট পার্টি পরিচালিত একদলীয় চিনের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার পাহাড়ি ধসের ফলে সিচুয়ান প্রদেশের মায়ারকাং শহরের অদূরের ওই সেতুটির একাংশ ভেঙে পড়ে। জাতীয় সড়ক জি৩১৭-র উপর তৈরি ৭৫৮ মিটার দীর্ঘ হংকি সেতুর মাধ্যমে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) বিস্তীর্ণ অঞ্চলে সেনা এবং সামরিক সরঞ্জাম মোতায়েন করত চিনা পিপল্‌স লিবারেশন আর্মি (পিএলএ)-র ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড। সেতু ভেঙে পড়ায় ব্যাহত হওয়ার সম্ভাবনা।

সিচুয়ান প্রাদেশিক সরকার বুধবার জানিয়েছে, পাহাড়ি ধসের ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত হংকি সেতু সাময়িক ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গিরিখাতের তলদেশ থেকে প্রায় ৬৫২ মিটার উঁচুতে তৈরি এই কংক্রিটের সেতুটি নির্মাণের কাজ শেষ হয়েছিল চলতি বছরের গোড়ায়। সেপ্টেম্বরে সেটি উদ্বোধন করা হয়েছিল। প্রসঙ্গত, কয়েক বছর আগে পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালটিস্তানের সঙ্গে চিনের সংযোগরক্ষাকারী হাসানবাদ সেতু হড়পা বানে ভেঙে পড়েছিল। চিনা ইঞ্জিনিয়ারদের তৈরি ওই সেতু ভেঙে যাওয়ায় বালোচিস্তানের গ্বদর বন্দর থেকে পণ্য পরিবহণ সামরিক ভাবে বন্ধ রেখেছিল বেজিং।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement