৯/১১-র মতো ঘটনা আরও ঘটবে ইউরোপে, দাবি বিশেষজ্ঞদের

আরও বড় ধরনের রক্তপাত দেখতে চলেছে ইউরোপ। ৯/১১-র মতো ঘটনা এ বছর একই সঙ্গে ঘটতে পারে ইউরোপের বহু দেশে। যে কোনও মূহুর্তে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৬ ১৮:০৮
Share:

আরও বড় ধরনের রক্তপাত দেখতে চলেছে ইউরোপ।

Advertisement

৯/১১-র মতো ঘটনা এ বছর একই সঙ্গে ঘটতে পারে ইউরোপের বহু দেশে। যে কোনও মূহুর্তে।

এ বছর আরও ভয়াবহ, আরও বিধ্বংসী জঙ্গি সন্ত্রাসের ঘটনা ঘটতে চলেছে ইউরোপে। আর তা শুধু একটি দেশেই নয়। ওই সন্ত্রাসে একই সময়ে ক্ষতবিক্ষত হতে পারে অনেকগুলো দেশের বেশ কিছু এলাকা। ইউরোপের বিভিন্ন প্রান্তে।

Advertisement

কথাটা যে কেউ বলছেন, এমন নয়। বলেছেন ইউরোপের বিশিষ্ট নিরাপত্তা বিশেষজ্ঞরা।

কীসের ভিত্তিতে তাঁরা এ কথা বলছেন?

নিরাপত্তা বিশেষজ্ঞদের বক্তব্য, মূলত সেই লক্ষ্যেই সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এখন ইউরোপের বিভিন্ন দেশ থেকে নতুন নতুন কর্মী নিয়োগ করতে শুরু করেছে। তাদের আলাদা আলাদা ভাবে প্রশিক্ষণ দিতে শুরু করেছে। প্রশিক্ষণ দেওয়ার সময় আইএসের ওই নতুন জঙ্গিদের শেখানো হচ্ছে, ইউরোপে তাদের নিজের নিজের দেশে সন্ত্রাসটা কী ভাবে চালাতে হবে। আইএসের তরফে জেনে নেওয়া হচ্ছে, ইউরোপে তাদের দেশে কোন কোন এলাকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ চালালে তা সবচেয়ে বেশি ভয়াবহ আকার নেবে। যে জঙ্গি ইউরোপের যে দেশের নাগরিক, তাকে দিয়েই তার দেশে হামলার ফন্দি এঁটেছে আইএস।

ওই নিরাপত্তা বিশেষজ্ঞরা স্বীকার করেছেন, পাসপোর্ট, ভিসা, পরিচয়পত্র ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট জালিয়াতির ক্ষমতায় আইএস জঙ্গিদের জুড়ি মেলা ভার। তাদের টক্কর দেওয়াটা অনেক সময়েই মুশকিল হয়ে উঠছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement