ইদের দিনেই হামলা ইরাকে, হত শতাধিক

ইদের দিনেই হামলা হল ইরাকে। দিয়ালা প্রদেশের খান বানি সাদ শহরে এক বাজারে গাড়িবোমা বিস্ফোরণে প্রাণ হারালেন শতাধিক মানুষ। নিহতদের মধ্যে নারী এবং শিশুরাও আছে। আহতের সংখ্যাও শতাধিক। যাঁর মধ্যে অনেকের অবস্থান সঙ্কটজনক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৫ ১৬:০৮
Share:

উড়ে গিয়েছে রাস্তা। ছবি: এএফপি।

ইদের দিনেই হামলা হল ইরাকে। দিয়ালা প্রদেশের খান বানি সাদ শহরে এক বাজারে গাড়িবোমা বিস্ফোরণে প্রাণ হারালেন শতাধিক মানুষ। নিহতদের মধ্যে নারী এবং শিশুরাও আছে। আহতের সংখ্যাও শতাধিক। যাঁর মধ্যে অনেকের অবস্থান সঙ্কটজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।

Advertisement

রমজানের সময়েই শিয়াদের উপরে হামলা বাড়াতে নির্দেশ দিয়েছিল আইএস। এর পরেই সৌদি আরব এবং কুয়েতে শিয়া মসজিদে হামলা হয়। এ দিন হামলা হল ইরাকের রাজধানী বাগদাদের ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে খান বানি সাদ শহরে। শহরটি মূলত শিয়াদের। ট্যুইটারে আইএস এই হামলার দায় স্বীকার করেছে। গাড়িটিতে প্রায় তিন টন বিস্ফোরক ছিল বলেও জানিয়েছে তারা।

বিস্ফোরণের পরেই উন্মত্ত জনতা বিক্ষোভ দেখাতে শুরু করে। গাড়ি ও দোকান ভাঙচুর করে। বিস্ফোরণে বাজারটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পরে নিহত শিশুদের দেহাবশেষ সংগ্রহ করতেও দেখা যায় মানুষজনকে। দিয়ালা প্রদেশে ইদের সব উৎসব বাতিল করে দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। ইরাকের সংসদের স্পিকার সেলিম আই জাবৌরি জানান, শিয়া-সুন্নির মধ্যে ভাঙন ধরাতেই এই হামলা। ক্রমেই কোণঠাসা হয়ে পড়া আইএস এ ভাবে নিজের অস্তিত্ব জাহির করছে বলে তিনি জানান। তবে তাদের উদ্দেশ্য সফল হবে না বলেও তাঁর অভিমত।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন