বিমান ধ্বংসে ইজ়রায়েলকে দুষছে মস্কো

শত্রুকে ঠেকাতে গিয়ে ভুল করে বন্ধু রাশিয়ারই যুদ্ধবিমান গুলি করে নামাল সিরীয় বাহিনী। বিমানে সওয়ার ১৫ জন সেনাকে হারিয়ে মস্কো কিন্তু এ জন্য দুষছে ইজ়রায়েলকেই। গতকালের ওই ঘটনা সম্পর্কে আজ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে, ইজ়রায়েলি বাহিনীর দায়িত্বজ্ঞানহীন আচরণেই এই বিপর্যয়।

Advertisement

সংবাদ সংস্থা

বেইরুট শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০২:৫৭
Share:

শত্রুকে ঠেকাতে গিয়ে ভুল করে বন্ধু রাশিয়ারই যুদ্ধবিমান গুলি করে নামাল সিরীয় বাহিনী। বিমানে সওয়ার ১৫ জন সেনাকে হারিয়ে মস্কো কিন্তু এ জন্য দুষছে ইজ়রায়েলকেই। গতকালের ওই ঘটনা সম্পর্কে আজ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে, ইজ়রায়েলি বাহিনীর দায়িত্বজ্ঞানহীন আচরণেই এই বিপর্যয়। প্রাথমিক ভাবে মুখ না খুললেও, পরে এই রুশ সেনাদের মৃত্যুর জন্য দুঃখপ্রকাশ করে ইজ়রায়েল। তবে সিরিয়া আর ইরানের ঘাড়েই দোষ চাপিয়েছে তারা।

Advertisement

সোমবার রাতে ঘটনাটি ঘটে। রুটিন টহলদারি সেরে সিরিয়ার উপকূলবর্তী শহর লাটাকিয়া বিমানঘাঁটিতে ফেরার পথেই হঠাৎ রেডার থেকে উধাও হয়ে যায় আইএল-২০ টার্বো রুশ যুদ্ধবিমানটি। রাশিয়ার দাবি, এর কিছুক্ষণ আগেই লাটাকিয়া, হোমস এবং হামায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছিল ইজ়রায়েল ও ফ্রান্স। মদত দিচ্ছিল আমেরিকাও। মস্কোর দাবি, তখনই সিরীয় বাহিনীর ছোড়া গুলি লাগে তাদের বিমানে। ভুলবশত। সেটি মাটিতে নামার সময়ে ইজ়রায়েলি ক্ষেপণাস্ত্রেই বিধ্বস্ত হয়। ঘটনার দায় তাই ইজ়রায়েলের ঘাড়ে চাপিয়েই আজ রাশিয়া বলেছে, ইজ়রায়েল ইচ্ছে করেই রুশ বিমানকে ঢাল বানিয়ে আসছে। ইজ়রায়েল অভিযোগ না মানলেও দুঃখপ্রকাশ করেছে। ফ্রান্স ও আমেরিকা হামলার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন