উন্নত গ্রাফিক্স আর অ্যানিমেশনের দৌলতে ফিল্মে আজকাল আর কোনও ঝুঁকিপূর্ণ ‘স্টান্ট’ নেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু এই দুনিয়ায় এমন মানুষও আছেন যিনি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম ‘স্টান্ট’ করার জন্য সব কিছু করতে পারেন। নাম জন ব্রাউনিল। পেশায় ফিটনেস ট্রেনার, মডেল। শখে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ান ভয়ঙ্কর সব ‘স্টান্ট’ করার জন্য। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল জন ব্রাউনিলের পোস্ট করা সব স্টান্টগুলি। ব্রাউনিলের করা এই স্টান্টগুলি দেখলে দম বন্ধ হয়ে আসবে, চমকে উঠবেন, ভয়ে চিত্কারও করে উঠতে পারেন! কেন এমন বিপজ্জনক স্টান্ট করেন এই যুবক! ব্রাউনিলের উত্তর, ‘অ্যাডভেঞ্চারের নেশায়’। কোথাও ১১০ তলা উঁচু টাওয়ারের রেলিংয়ে, কখনও ১৫০০ ফুট উঁচু দু’টি বিল্ডিংয়ের সংযোগকারী কোনও পাইপের উপর দিয়ে সাইকেল চালাচ্ছেন! আসুন দেখে নেওয়া যাক জন ব্রাউনিলের করা ভয়ঙ্কর কিছু স্টান্ট। তবে স্নায়ু বা হার্ট দুর্বল থাকলে দয়া করে এই ভিডিও দেখবেন না!
দেখুন ভিডিও: