International News

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনগুলি জানেন?

ব্যয়বহুল জীবনযাপনে বিশ্বের সব শহরের থেকে এগিয়ে সিঙ্গাপুর। ২০১৬-র ইকনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)-এর সমীক্ষায় ব্যয়বহুল শহর হিসাবে আরও একবার নম্বর ওয়ান জায়গা করে নিল সিঙ্গাপুর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৪:২৫
Share:

ব্যয়বহুল জীবনযাপনে বিশ্বের সব শহরের থেকে এগিয়ে সিঙ্গাপুর। ২০১৬-র ইকনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)-এর সমীক্ষায় ব্যয়বহুল শহর হিসাবে আরও একবার নম্বর ওয়ান জায়গা করে নিল সিঙ্গাপুর। এই সমীক্ষা আরও জানাচ্ছে, ব্যয়বহুল জীবনযাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের বিভিন্ন শহর অনেক বেশি এগিয়ে। ১৩৩টি দেশের উপর সমীক্ষা চালায় দ্য ইকনমিস্ট এবং ইন্টেলিজেন্স-এর যৌথ সংস্থা ইআইইউ। অন্যান্য শহরের তুলনায় সিঙ্গাপুরে জীবনযাপনের খরচ বেশি কেন? সমীক্ষা বলছে, পরিবহণ ও প্রাত্যহিক জিনিসের দাম অনেক বেশি। নিউইয়র্ক থেকে প্রায় ২.৭ গুণ বেশি পরিবহণ খরচ সিঙ্গাপুরে। প্রথম দশ শহরের তালিকায় সুইত্জারল্যান্ডের দুটি শহর রয়েছে। তবে একেবারের নীচের দিকে রয়েছে ভারতে বেশ কয়কেটি শহর। এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনগুলি? তার সঙ্গে ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলো বিশ্বের নিরিখে কোথায় আছে তাও জেনে নিন। কলকাতা নেই এই তালিকায়।

Advertisement

আরও পড়ুন: আজব বেঞ্চের গজব ছবি!

আরও পড়ুন: সময় এল কাছে, ডাকছে আশ্বিন

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন