বিশ্বের সবচেয়ে অশান্ত, সবচেয়ে বিপদের দেশের তালিকায় পাকিস্তান

শান্তির পৃথিবী। অশান্তির পৃথিবী। কোথাও মৃত্যু ওত্ পেতে আছে পদে পদে। কোথাও নিশ্চিন্তে শিশুকে পাড়ায় ছেড়ে দেয় মা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৬ ১৪:৩৩
Share:

শান্তির পৃথিবী। অশান্তির পৃথিবী। কোথাও মৃত্যু ওত্ পেতে আছে পদে পদে। কোথাও নিশ্চিন্তে শিশুকে পাড়ায় ছেড়ে দেয় মা। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ থেকে সবচেয়ে অশান্ত- এমন ১৬৩টি দেশের তালিকা প্রকাশ করেছে প্রখ্যাত আন্তর্জাতিক সমাজ অর্থনীতি চর্চার সংস্থা ‘ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস’। এ বছরের, অর্থাত্ ২০১৬র গ্লোবাল পিস ইনডেক্স বা জিপিআই অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তির দেশ এখন আইসল্যান্ড। তালিকায় বিশ্বের সবচেয়ে অশান্ত বা অতি বিপজ্জনক দেশের সংখ্যা ১৫। এই ১৫ দেশের মধ্যে আছে পাকিস্তানও। ভারত অতি অশান্ত দেশের তালিকায় না থাকলেও, কম শান্ত ১৭ দেশের মধ্যে ভারতের নাম আছে। আসুন দেখে নিই বিশ্বের অতি বিপজ্জনক ১৬ দেশের কথা।

Advertisement

আরও পড়ুন: শান্তিতে পাকিস্তান তো বটেই, ভারতের থেকেও এগিয়ে বাংলাদেশ

হানাহানি বিরল, বিশ্বে সবচেয়ে শান্তির ১১ দেশ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement