International News

মৃত্যু শিয়রে, ক্যান্সারকে তুড়ি মেরে এভারেস্টে ইয়ান টুথহিল

৪৭ বছর বয়সে দুঃসাহসের যাবতীয় রেকর্ড ভেঙে ব্রিটিশ নাগরিক ইয়ান টুথহিল পৌঁছে গিয়েছেন এভারেস্টের চূড়ায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জুন ২০১৭ ১৭:৪৩
Share:

এভারেস্টের চূড়ায় সেই ইয়ান টুথহিল।

দুরারোগ্য ক্যানসারে ক্ষয়ে যেতে যেতে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গকে ছোঁয়ার দুঃসাহস কি এর আগে দেখাতে পেরেছেন কেউ?

Advertisement

মৃত্যু শিয়রে জেনেও কি কেউ দেখাতে পেরেছেন দৃপ্ত পদক্ষেপে পৃথিবীর ‘শিয়র’ ছোঁয়ার মনোবল?

৪৭ বছর বয়সে দুঃসাহসের যাবতীয় রেকর্ড ভেঙে ব্রিটিশ নাগরিক ইয়ান টুথহিল পৌঁছে গিয়েছেন এভারেস্টের চূড়ায়। ফুটবলের আপাদমস্তক ফ্যান টুথহিল এভারেস্টের চূড়ায় উড়িয়ে এসেছেন শেফিল্ড ইউনাইটেড ফুটবল ক্লাবের পতাকাও।

Advertisement

বিশ্বের কাগজে-কাগজে আপাতত হেডলাইন একটাই। হিলটপে টুথহিল। জন্মসূত্রে শেফিল্ডের মানুষ হলেও টুথহিল থাকেন এখন লন্ডনের উইলস্‌ডেন গ্রিনে। টুথহিলের পিত্তস্থলীতে ক্যানসার ধরা পড়ে ২০১৫ সালে। আর মাসকয়েক আগে ডাক্তাররা টুথহিলকে জানিয়ে দেন, তাঁর হাতে রয়েছে আর সামান্য কয়েকটা মাস! তা-ই যখন, টুথহিল সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যে ভাবেই হোক চড়বেন এভারেস্টের চূড়ায়।

আরও পড়ুন- পাকিস্তানে সামরিক ঘাঁটি বানাচ্ছে চিন, রিপোর্ট পেন্টাগনের

মৃত্যু শিয়রে যখন, তখন এক বার তাঁকে ছুঁয়ে আসতেই হবে পৃথিবীর ‘শিয়র’!

নর্থ কল রুট ধরে তাঁর ট্রেকিং শুরু হয় মে মাসের গোড়ায়। গত ১৬ মে পৌঁছে যান নর্থ কলের চূড়ায়।

আর ৫ জুন এভারেস্টের চূড়ায় তাঁর পা পড়ে।

সত্যি-সত্যিই হিলটপে পৌঁছে যান টুথহিল। শেষ পর্যায়ের ক্যানসারে ক্ষয়ে যেতে যেতে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement