International News

এটা কী? অতলান্তিকের ঢেউয়ে কী উঠে এল সাউথ ক্যারোলাইনায়?

মহাকাশ থেকে কখনও কিছু এসে পড়েছিল কি অতলান্তিক মহাসাগরে? তলিয়ে গিয়েছিল অতলান্ত জলে? ঢেউয়ে তা হঠাৎই ভেসে এসে আছড়ে পড়েছে অতলান্তিক মহাসাগর লাগোয়া আমেরিকার পূর্ব প্রান্তের সাউথ ক্যারোলাইনার সমুদ্রসৈকতে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৮ ১৯:৪১
Share:

সাউথ ক্যারোলাইনার সিব্রুক দ্বীপে আছড়ে পড়া সেই বস্তুটি।

ওটা কী জিনিস?

Advertisement

মহাকাশ থেকে কখনও কিছু এসে পড়েছিল কি অতলান্তিক মহাসাগরে? তলিয়ে গিয়েছিল অতলান্ত জলে? ঢেউয়ে তা হঠাৎই ভেসে এসে আছড়ে পড়েছে অতলান্তিক মহাসাগর লাগোয়া আমেরিকার পূর্ব প্রান্তের সাউথ ক্যারোলাইনার সমুদ্রসৈকতে?

নাকি, সমুদ্রে অতীতে ডুবে যাওয়া কোনও জাহাজের কোনও অংশ? বা, নাসার কোনও মহাকাশযান? বা কোনও যন্ত্র বা যন্ত্রাংশ?

Advertisement

কোনও সুদূর অতীতে এই পৃথিবীতে আছড়ে পড়া কোনও অ্যাস্টারয়েড বা গ্রহাণুর টুকরোটাকরা নয় তো?

দিনকয়েক আগে অতলান্তিক মহাসাগরের উত্তাল, সুউচ্চ ঢেউয়ের সঙ্গে এই রহস্যময় বস্তুটি আছড়ে পড়ে সাউথ ক্যারোলাইনার মার্টল সমুদ্রসৈকতে। সিব্রুক দ্বীপে। যারা তিমি আর ডলফিনদের বন্ধু, সেই স্বেচ্ছাসেবী সংগঠন ‘লোকান্ট্রি মেরিন ম্যামাল’-এর সদস্যদেরই প্রথম চোখে পড়ে ওই বস্তুটিকে। তারাও বুঝতে পারছে না, জিনিসটি আদতে কী? তাই তারা জনতার অভিমত নিতে ওই রহস্যময় বস্তুটির ছবি বৃহস্পতিবার পোস্ট করেছে ফেসবুকে। আর সঙ্গে সঙ্গে তা ভাইরালও হয়ে গিয়েছে।

আরও দেখুন- ১৮ ঘণ্টায় ১৭ হাজার কিলোমিটার, বিশ্বের দীর্ঘতম ননস্টপ উড়ানের ভাড়া কত জানেন?

আরও পড়ুন- মাইকেলের ধাক্কায় মৃত ১২, ইট-কাঠ-পাথরের ধ্বংসস্তূপ ফ্লরিডার প্যানহ্যান্ডেল​

বস্তটি চোঙের মতো দেখতে। পাশে দাঁড়ানো এক মহিলার চেয়ে উচ্চতায় বেশি। দূর থেকে দেখলে মনে হয়, তা কংক্রিট দিয়ে তৈরি। বা ধাতব পদার্থ। তবে ‘লোকান্ট্রি মেরিন ম্যামাল’-এর কেউ কেউ বলছেন, ওই রহস্যময় বস্তুটি সম্ভবত ‘নরম ফোম’ দিয়ে বানানো কোনও কিছু।

সাউথ ক্যারোলাইনার কিয়াওয়া দ্বীপে আছড়ে পড়েছে এই রহস্যময় বস্তুটি

তার কয়েক ঘণ্টার মধ্যেই সাউথ ক্যারোলাইনার আরও একটি দ্বীপ কিয়াওয়া-তেও সমুদ্রসৈকতে পাওয়া যায় এমনই আরও একটি রহস্যময় বস্তু।

ছবি ও ভিডিয়ো সৌজন্যে: ‘লোকান্ট্রি মেরিন ম্যামাল’-এর ফেসবুক অ্যাকাউন্ট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন